আজ থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবারের লিগে ঢাকার মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে। লিগের প্রথম দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে একটি বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
যা ম্যাচ বন্ধ রাখে প্রায় ১৫-২০ মিনিট। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার্স ৪৮.৪ ওভারে ২১৬ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন আব্দুল মজিদ, আর তানভীর হায়দার করেন ৪৭ রান। তবে লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় প্রাইম ব্যাংক। দ্রুত চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতেই ঘটে বিতর্কিত সেই মুহূর্ত। চার বলে মাত্র চার রান করা ইরফান শুক্কুর রান নিতে গিয়ে রান আউট হন আল আমিন জুনিয়রের সরাসরি থ্রোতে। তবে রান আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দলের ক্রিকেটারদের মধ্যে। একপক্ষ নিশ্চিত ছিল যে, ব্যাটিং প্রান্তে পৌঁছানোর আগেই শুক্কুর রান আউট হয়ে গেছেন, অন্যপক্ষের দাবি, আউটটি যথেষ্ট পরিষ্কার ছিল না।
এই সিদ্ধান্ত ঘিরেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচ রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। আম্পায়ারদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে শেষ পর্যন্ত ১৫-২০ মিনিট পর খেলা পুনরায় শুরু হয়।
আসর শুরুর আগে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার হওয়ায় ‘আম্পায়ার্স কল রিভিউ’ রাখার সিদ্ধান্ত নেয় সিসিডিএম। ডিপিএলের ট্রফি উন্মোচনের দিনে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সেটা নিশ্চিতও করেছিলেন। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে অনফিল্ড আম্পায়ারের সংশয় থাকলে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে পারবেন। অথচ জানা যায়, প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে ছিলেন না তৃতীয় আম্পায়ারই।
ম্যাচের উত্তাপ এত ছড়ায় বয়কটের হুমকিও দেন প্রধান কোচ তালহা জুবায়ের। শুধু তাই নয় ম্যাচ রেফারির সঙ্গে তর্কেও জড়িয়েছেন তারা। ক্রিকেটারদের মতো আম্পায়াররা জানার পরও সেখানেই ভুল করেছেন ইশতিয়াক নাদিম। যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাইম ব্যাংকের কোচ ও ক্রিকেটাররা। তাদের সবার দাবি ছিল, অনফিল্ড আম্পায়ারের ভুলের খেসারত দিতে চায় না প্রাইম ব্যাংক।
বিজ্ঞাপন
এক পর্যায়ে তালহা জুবায়েরকে ডেকে সম্প্রচার রুমে ভিডিও ফুটেজ দেখান ম্যাচ রেফারি। যদিও সেই ফুটেজ দেখে সন্তুষ্ট ছিলেন না না দলটির প্রধান কোচ। বাকবিতাণ্ডার পুরো ১৫-২০ মিনিট খেলা পুনরায় শুরু হয়। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে অটল থাকায় বাঁহাতি ব্যাটারকে সাজঘরে ফিরতে হয়। বিপিএলের বাকিটা সময় কতটা বির্তক থাকবে সেটা এখন দেখার বিষয়!