ম্যানচেস্টার ইউনাইটেদের অবস্থা যে ভালো নয়- সে কথা সবারই জানা। রেড ডেভিলরা রুবেন আমোরিমের অধীনেও নিজেদের সেরা ছন্দ খুঁজে পাননি। ২৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ম্যানইউ। অবনমনের শঙ্কাও আছে দলটি। এমন সময়ে আমোরিম ম্যানইউয়ের সাবেক কিংবদন্তি ওয়েইন রুনিকে খোঁচা দিয়ে বলেছেন, ‘বিশেষজ্ঞ হওয়া খুব সহজ’
প্রিমিয়ার লিগে ১৪ নম্বরে থাকা ম্যানইউ এফএ কাপ থেকেও ছিটকে গেছে। রোববার ফুলহ্যামের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ ড্র করার পর টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে রেড ডেভিলরা।
বিজ্ঞাপন
এদিকে এর আগে আমোরিম একবার বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়। আমোরিমের এমন কথা শুনেই বিবিসিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সময় রুনি বলেন, ইউনাইটেড কোচের এমন ভাবনা ‘শিশুসুলভ।’
রুনির কথার জবাবেই এবার পাল্টা খোঁচা দিয়েছেন আমোরিম। তিনি বলেন, “লক্ষ্য তো এটিই (প্রিমিয়ার লিগ জয় করা)! শিশুসুলভ ভাবনা হলো, এই মৌসুমেই সেটি করতে চাওয়া বা আগামী মৌসুমে শিরোপার সেরা দাবিদার ভাবা।’
বিশেষজ্ঞ হওয়া সহজ এমন খোঁচা দিয়ে আমোরিম বলেন, “আমি জানি, এই মুহূর্তে সবাই আসলে সবকিছু জানে। আমার সেটা জানা আছে এবং কাজটি সত্যিই সহজ… খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে আমিও বিশেষজ্ঞ হয়েছিলাম। জানি, কাজটা খুবই সহজ।”
আমোরিম আরও বলেন, “আমাদের লক্ষ্য অবশ্যই প্রিমিয়ার লিগ জয়। আমি তো বলিনি, সেটা এখনই করতে হবে! হয়তো আমিও থাকব না তখন। তবে ক্লাব হিসেবে, বোর্ড হিসেবে আমাদের লক্ষ্য প্রিমিয়ার লিগ জয়, আগে যেমন গৌরবময় সাফল্য পেয়েছি কিংবদন্তি ফুটবলারদের নিয়ে। আমরা আরও ভালো করতে চাই। তবে সময়টা এখন ভিন্ন। তবে আমি মোটেও কাঁচা নই, এজন্যই এখানে আনা হয়েছে। ৪০ বছর বয়স আমার, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আমি।”