চ্যাম্পিয়নস ট্রফির আগে তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরিতে বড় ধাক্কা খেয়েছিলেন তারা। সব মিলিয়ে নিয়মিত একাদশের ৫ ক্রিকেটারকে ছাড়া খেলতে আসা অস্ট্রেলিয়া অবশ্য গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পৌঁছে গেছে সেমিফাইনালে। তবে সেমিতে মাঠে নমার আগে বড় ধাক্কা খায় অজিরা। ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে পারবেন না ওপেনার ম্যাথু শর্ট। বদলি হিসেবে তরুণ অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে।
আগামীকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারতের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। এর আগে দলে এলেন নতুন স্পিনার। কুপার কোনোলিকে দলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
কনোলি এখন পর্যন্ত দেশের জার্সিতে ৬টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ৩টি ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে সেরা একাদশে কনোলির জায়গা পাওয়ার সম্ভাবনা কম। সেমিতে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক অথবা অ্যারন হার্ডিকে খেলাতে পারে অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পান ম্যাথু শর্ট। সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই বিভিন্ন ক্রিকেটারের চোট নিয়ে ভুগছে অস্ট্রেলিয়া। সেই তালিকায় এ বার যোগ হলেন শর্ট।
আশা করা হয়েছিল সেমির আগে পুরো ফিট হয়ে উঠবেন শর্ট। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিকল্প বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।