বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়ন্স ট্রফি: সেমিফাইনালে কবে কে কার প্রতিপক্ষ, খেলা যেদিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স ট্রফি: সেমিফাইনালে কবে কে কার প্রতিপক্ষ, খেলা যেদিন

ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের গ্রুপপর্ব। অপেক্ষা এবার সেমিফাইনালের। ভারত ও নিউজিল্যান্ডের পাশাপাশি সেমি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ‘এ’ গ্রুপের লড়াই শেষে সেমিতে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। দুদলই নিজেদের প্রথম দুম্যাচে হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। নিজেদের মুখোমুখি লড়াইয়ে ৪৪ রানে জিতেছে ভারত। 

তাতে রোহিত শর্মার দল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেছে। দুই জয় ও এক হারে কিউইদের পয়েন্ট চার। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে খেলবে তারা। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বে আফগানিস্তান ও ইংল্যান্ডকে হারায় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পণ্ড হয় বৃষ্টিতে, পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুদল। মোট ৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা প্রোটিয়ারা।


বিজ্ঞাপন


আর গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট চার। গ্রুপপর্বে একটি ম্যাচে জয় পেয়েছিল তারা, ইংল্যান্ডের বিপক্ষে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। মোট চার পয়েন্ট নিয়ে শেষ চারের লড়াইয়ে টিকেছে দলটি। ‘বি’ গ্রুপে তিনে থেকে আসর শেষ হয়েছে আফগানিস্তানের। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ইংল্যান্ডকে হারায় তারা। 

শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলাফল আসেনি বৃষ্টির কারণে। ৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে তারা। ইংল্যান্ড তিন ম্যাচেই ছিল জয়হীন। শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নামবে ভারত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া। 

৫ মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই গড়াবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। আগামী ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইতে। আর সেমি থেকে বিদায় নিলে শিরোপা মহারণ গড়াবে লাহোরে। 

দল

ভেন্যু

তারিখ

সময়

ভারত-অস্ট্রেলিয়া

দুবাই

৪ মার্চ

বিকাল ৩টা

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

লাহোর

৫ মার্চ

বিকাল ৩টা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর