শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

২৫০ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। তবে ভারতীয় দলের স্পিনভেল্কিতে ২০৫ রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। তাতে ৪৪ রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে মাঠে নামবে ম্যান ইন ব্লুরা। 

৪৫.৩ ওভারে নিউজিল্যান্ডকে অলআউট করেছে ভারত। এই জয়ে ‘এ’ গ্রুপের সেরা তারা। সেমিফাইনালে রোহিত শর্মার দল পেয়েছে ‘বি’ গ্রুপে রানার্সআপ অস্ট্রেলিয়াকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে।


বিজ্ঞাপন


আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দলও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। শুবমান গিল, রোহিত ও বিরাট কোহলি সাজঘরে ফিরেন দ্রুতই। এরপর শ্রেয়াস আইয়্যারের ৭৯ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ গড়তে পেরেছে ভারতীয়রা।

২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিনের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ইয়ং ও কেইন উইলিয়ামসনের জুটি সেই ধাক্কা সামলে নেয়। কিন্তু ইয়ংয়ের ইনিংস লম্বা হয়নি। এমনকি লম্বা হয়নি ডার্লি মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপসদের ইনিংসও। 

বরুণ-কুলদীপদের স্পিনের ভেলকিতে একমাত্র বুক চিতিয়ে লড়ে যাচ্ছিলেন উইলিয়ামসন। তিনি প্যাভিলিয়নে ফেরত (৮১) গেলে আর ঘুরে দাঁড়ানো হয়নি। ২০৫ রানে গুটিয়ে যায় তারা।

ভারতীয় বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী পাঁচটি, কুলদীপ যাদব দুইট এবং হার্দিক, আকসার, জাদেজা একটি করে উইকেট নেন। 


বিজ্ঞাপন


ভারতের শুরুটা হয়েছে বাজে। শুরুতেই সাজঘরের পথ ধরেন গিল। এরপর দ্রুতই আউট হন রোহিতও। দুই ওপেনারকে হারিয়ে ভারত যখন চাপে তখনই আউট হন বিরাট কোহলিও। ম্যাট হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ফিলিপ্স দুর্দান্ত এক ক্যাচ নিলে আউট হন কোহলি।  

দলীয় ৩০ রানে কোহলি আউট হওয়ার পর অক্ষর প্যাটেলকে নিয়ে দলের হাল ধরেন আইয়্যার। এ দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েছিলেন ৯৮ রানের জুটি। কিউই বোলারদের দেখশুনে খেলে দুজন মিলে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন। তবে অক্ষর আউট হন ৪২ রান করেই। 

এদিকে অক্ষর সাজঘরে ফিরলেও টিকে ছিলেন শ্রেয়াস। কিউই বোলারদের সামলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান তিনি। তবে দলীয় ১৭২ রানে তিনিও বিদায় নেন। আউট হওয়ার খেলেছেন ৯৮ বলে ৭৯ রানের ইনিংস। এরপর শেষদিকে হার্দিক পান্ডিয়া খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। তার এ ইনিংসের সুবাদেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রানের দেখা পায় ভারত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর