বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

২০১৭ সালের পর এবারই প্রথম আয়োজিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবারের আসরে শিরোপা জিতেছিল পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নরা এবারে টুর্নামেন্ট আয়োজন করেছে নিজেদের ঘরের মাঠে। তবে স্বাগতিক হয়েও এবারের আসরে হতাশাজনক পারফর্ম করেছে ম্যান ইন গ্রিনরা। মোহাম্মদ রিজওয়ানরা গ্রুপ পর্বের বাধাও টপকাতে পারেনি। এমন পারফর্ম্যান্সের পর পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে চলছে কড়া সমালোচনা। সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন অধিনায়ক রিজওয়ানও।

সবশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টেই বেশ বাজে পারফর্ম করেছে পাকিস্তান। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে পাকিস্তান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশ করেছেন বাবর আজমরা।


বিজ্ঞাপন


ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হারে পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষেও হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাবর আজমদের। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় জয়হীন থেকেই বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের।

এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পর পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে কড়া সমালোচনা। সমালোচনা করেছেন ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতাতে বড় ভূমিকা রাখা মোহাম্মদ আমিরও। বিশেষ করে অধিনায়ক রিজওয়ানকে কড়া সমালোচনা করেছেন তিনি।

রিজওয়ানের নেতৃত্ব নিয়ে আমির বলেন, 'রিজওয়ান... (হাসি) তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো!'

একসময় রিজওয়ানের নেতৃত্ব পছন্দ করলেও এখন আর তা করেন না জানিয়ে আমির বলেন, 'এক সময় আমি রিজওয়ানকে পছন্দ করতাম, কারণ সে ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করেছে এবং সেখানে সফল ছিল। তার দল ফাইনালও খেলেছে। কিন্তু হঠাৎ করে ২-৪ মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো বদলে যেতে লাগলো। আমি জানি না কেন বা কী হয়েছে, কারণ আমি ২-৪ মাস ধরে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করিনি। কিন্তু সে যেভাবে আচরণ করছে, তার সিদ্ধান্তগুলো খুবই অদ্ভুত লাগছে।'


বিজ্ঞাপন


রিজওয়ান প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেনি দাবি করে আমির বলেন, 'যদি অধিনায়ক বলে যে তার কোনো ক্ষমতা ছিল না, তাহলে সেটা মিথ্যে। তার কাছে ক্ষমতা ছিল। যেভাবে রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছে, সেভাবে সে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে তা করেনি। আমি জানি না কেন।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর