মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

আইপিএল বর্জনের ডাক পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

আইপিএল বর্জন করতে বললেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। সেমিফাইনালের চার দলও চূড়ান্ত হয়েছে। এদিকে টুর্নামেন্টের খেলা চলমান থাকাকালীনই চলছে নানা রকম আলোচনা-সমালোচনা। এবারের আসরে ভারত নিজেদের ম্যাচগুলো খেলছে একই ভেন্যুতে। বাকি ৭টি দলকেই ভ্রমণের ধকল পোহাতে হয়েছে।

ভারত একই ভেন্যুতে, একই কন্ডিশনে সব ম্যাচ খেলছে বলে বাড়তি সুবিধা পাচ্ছে এমন আলোচনা এখন চলছে বেশ জোরেশোরেই। এদিকে একই সময়ে ভারতের ক্রিকেট বোর্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম–উল–হক। এমনকি আইপিএলে ক্রিকেটারদের না পাঠাতে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোকে পরামর্শও দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


পাকিস্তানে দল পাঠাতে ভারতের আপত্তির কারণেই এবারের টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের ম্যাচগুলোই কেবল একটি মাত্র ভেন্যুতে হচ্ছে। এ বিষয়েই ক্ষোভ জানিয়েছেন ইনজামাম। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির কথা বাদ দিন, আইপিএলে কী হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে ঠিকই অংশ নেয়। অথচ ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না।’

তাই আইপিএলে ক্রিকেটার না পাঠানোর পরামর্শ দিয়ে পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি বলেন, ‘অন্য দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। ভারত যদি তাদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলোরও একই পদক্ষেপ নেওয়া উচিত।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর