মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

'ভালো হতো যদি বলতে পারতাম, যে বিশেষ একটি আঠা ব্যবহার করি'

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

'ভালো হতো যদি বলতে পারতাম, যে বিশেষ একটি আঠা ব্যবহার করি'

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। শীর্ষে থেকে সেমিতে যেতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই রোহিত শর্মাদের। ওদিকে বিরাট কোহলির জন্যও ম্যাচটি বিশেষ কিছুই। কিউইদের বিপক্ষে এ ম্যাচটিই যে ভারতের জার্সিতে তার ৩০০ তম ওয়ানডে!

সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে আজ ভারতের হয়ে ৩০০তম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন কোহলি। তবে বিশেষ এই ম্যাচে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি কোহলি। আর তা সম্ভব হয়নি গ্লেন ফিলিপ্সের কারণে।


বিজ্ঞাপন


কিউই ক্রিকেটার ফিলিপ্স এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই দুর্দান্ত ফিল্ডিং করছেন। সে ধারাভিকতা বজাত রেখেছেন আজকের ম্যাচেও। ভারত যখন শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে, তখন ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির ক্ষিপ্রতায় দারুণ এক ক্যাচ নিয়ে কোহলিকেও সাজঘরের পথ দেখান ফিলিপ্স। কোহলি আউট হন ১৪ বলে ১১ রান করে।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও এমনই এক ক্যাচ নিয়েছিলেন কিউই এই ক্রিকেটার। সেই ম্যাচে ফিলিপ্সের থাবায় আটকা পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন ফিলিপ্স। সেখানে ওঠেছিল তার এমন ফিল্ডিং এবং ক্যাচ নেওয়ার প্রসঙ্গ।

এক সাংবাদিক মজা করে প্রশ্ন করেছিলেন যে ফিলিপ্স হাতে কোনো আঠা লাগিয়ে এমন ক্যাচ নেন কি না। জবাবে কিউই এই ক্রিকেটারও মজাই করেছেন। তিনি বলেন, 'আমি মনে করি ভাগ্যের বড় অংশ এখানে জড়িত। ভালো হতো যদি বলতে পারতাম, যে বিশেষ একটি আঠা ব্যবহার করি। দুর্ভাগ্যবশত সেরকম ব্যাপার নয়। বরং আমার হাতের তালু অন্য যেকোন কিছুর চেয়ে বেশি ঘামে। হ্যাঁ, অবশ্যই কঠোর পরিশ্রমের অবদান তো আছেই। এবং মৌলিক বিষয়াদি যতটুকু পারা যায় করে যাই। তারপর মাঝেমধ্যে শুধু ভাগ্য ভালো অবদান রাখে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর