শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

অবশেষে দল পেলেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গত সপ্তাহে দুই দিনের দল বদলে ১৬৫ জন ক্রিকেটার নিজেদের ঠিকানা বদল করেছেন। কিন্তু তখন ঠিকানা খুঁজে পাননি লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। তারকা এই দুই ক্রিকেটারের মধ্য থেকে লিটন দাস গুলশান ক্লাবে নাম লিখিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি গুলশান ক্লাবে যুক্ত হওয়া তামিম ইকবাল।

ওয়ানডেতে ২০২৪ সাল দুঃস্বপ্নের মতো কেটেছে লিটন কুমার দাসের। বাজে ফর্মে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি। সময় এতটাই খারাপ যাচ্ছে যে, স্বাভাবিক নিয়মে কোনও ক্লাবের সঙ্গেই যুক্ত হতে পারছিলেন না। এই ব্যাটারের দল না পাওয়ার মূল কারণ পারিশ্রমিক কমে যাওয়া। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে লিটনের কথাবার্তা হলেও পারিশ্রমিকের কারণেই আটকে গিয়েছিলেন তিনি। অবশেষে রবিবার জানা গেছে লিটন গুলশান ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। 


বিজ্ঞাপন


এ বিষয়ে সম্প্রতি গুলশান ক্লাবে যুক্ত হওয়া তামিম ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘লিটন দাস দল পেয়ে গেছে। গুলশানে সে খেলবে।’

গুলশানে ক্লাব বেশিরভাগই তরুণ ক্রিকেটার। লিটনের অন্তর্ভুক্তিতে এই ক্লাবের তরুণরা উপকৃত হবে বলে মনে করেন তামিম, ‘আমার কাছে একটা সুযোগ ছিল, বিষয়টি নিয়ে আমি মিজান ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি। ওই সুযোগটা ছিল বলে লিটনকে সুযোগ দিতে পেরেছি। তাকে পাওয়া গুলশানের মতো ক্লাবের জন্য দারুণ ব্যাপার। গুলশানে অনেক তরুণ ক্রিকেটার আছে, ওর (লিটন) গাইডে তরুণ ক্রিকেটার অনেক বেশি উপকৃত হবে।’

দুই দিনে ১৬৫ জন ক্রিকেটার দল বদল করেছেন। সেই তালিকাতে মোস্তাফিজের নাম দেখা যায়নি। লিটন-মোস্তাফিজরা যেমন তাদের প্রত্যাশিত টাকা পাচ্ছেন না, অন্য অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই সেটা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক গতবারের চেয়ে অর্ধেক বা তারও বেশি কমে গেছে। তারপরও  কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটার নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। 

এমন সমীকরণে পড়ে গেছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারকে নিয়ে বলতে গিয়ে বাস্তবতা তুলে ধরলেন তামিম, ‘মোস্তাফিজেরটা আমি জানি না। যদি সত্যিই সেটি হয়, তাহলে বলতে হবে খুবই দুর্ভাগ্যজনক। দু’জনই তারকা ক্রিকেটার, এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত। প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরদণ্ড। অবশ্যই তাদের এখানে খেলার সুযোগ পাওয়া উচিত। এখানে অনেক বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তো তাদেরকে নিবে। তারা পারফর্ম করে, অবশ্যই ডিজার্ভ করে লিগে থাকার।’


বিজ্ঞাপন


তামিম আরও বলেছেন, ‘একটা কথা মনে রাখতে হবে সে (মোস্তাফিজ) দেশের অন্যতম সেরা ক্রিকেটার। প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ হবে না সেটি হতে পারে না। মোস্তাফিজও গত কয়েক বছর ধরে বাংলাদেশের সেরা পারফরমার। লিটনও তেমনই। আর আশা করবো মোস্তাফিজের জন্যও কেউ এগিয়ে আসবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন