শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

ভারতকে ১০টি করে ম্যাচ খেলার চ্যালেঞ্জ পাকিস্তানের সাবেক কিংবদন্তির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

ভারতকে ১০টি করে ম্যাচ খেলার চ্যালেঞ্জ পাকিস্তানের সাবেক কিংবদন্তির

চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন হয়েও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি পাকিস্তান। এবারের আসরের আয়োজক পাকিস্তান। তবে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত হয় ম্যান ইন গ্রিনদের। ভারতের বিপক্ষে ম্যাচেও তেমন কোনো লড়াই করতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান হারলেও রোহিত শর্মার দলকে ভালো দল হিসেবে মেনে নিতে রাজি নন পাকিস্তানের সাবেক কিংবদন্তি সাকলায়েন মুশতাক। এমনকি একটি চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


ভারত যে তিন ফরম্যাটেই ভালো দল তা প্রমাণ করতে তিন ফরম্যাটেই পাকিস্তানের সঙ্গে ১০টি করে ম্যাচ খেলতে বলছেন সাকলায়েন। তিনি বলেন, ‘তাদের ক্রিকেটাররা ভালো। তারা দারুণ ক্রিকেট খেলছে। কিন্তু তোমরা যদি এতই ভালো হও, তাহলে পাকিস্তানের সঙ্গে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলো। তাহলে সব পরিষ্কার হয়ে যাবে।’

পাকিস্তান ভারতকে উচিত জবাব দিতে পারবে জানিয়ে সাবেক এই কিংবদন্তি বলেন, ‘আমরা যদি ভালো প্রস্তুতি নিই, সঠিক পথে কাজ করি, তাহলে ভারতকে ও বিশ্বকে মোক্ষম জবাব দিতে পারব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর