বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

ভারতের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপাকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

ভারতের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপাকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এ দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে শীর্ষে থেকে কোন দল সেমিতে যাবে তা নির্ধারণে আজকের ম্যাচের গুরুত্ব অনেক।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাও। তবে শেষ চারের ম্যাচ নিয়ে এ দুই দলকেই বিড়ম্বনা শিকার করতে হচ্ছে। আর তার কারণও ভারত।


বিজ্ঞাপন


এবারের আসরে এক গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিতে আরেক গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে লড়বে। সে হিসেবে সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়নের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।

 ‘বি’ গ্রুপ থেকে শীর্ষ স্থান নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রোটিয়ারা, ওদিকে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অজিরা।

এদিকে ‘বি’ গ্রুপের দুই দলের অবস্থান নিশ্চিত হলেও এ গ্রুপের দুই দলের অবস্থান এখনো নিশ্চিত নয়। আজ ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে যে দল জিতবে সে দলই শীর্ষে থেকে সেমিতে যাবে। এদিকে এবারের আসরে একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে, আরেকটি দুবাইয়ে।

মূলত পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের আপত্তি, এ কারণেই ভারতের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এখন আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত জিতলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড জিতলে ভারতের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।


বিজ্ঞাপন


এদিকে ভারতের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এ কারণে, সেমিতে ভারতের প্রতিপক্ষ কে হবে তা জানতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই আজকের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। ভারত যদি আজকের ম্যাচে জিতে তাহলে তড়িঘড়ি করে দুবাইয়ের বিমান ধরতে হতো অজিদের, কেননা সেমির আগে মাঝে সময় কেবল একদিন। একই অবস্থা দক্ষিণ আফ্রিকার জন্যও।

এ কারণেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলই আগেভাগেই দুবাইয়ে পৌঁছেছে। নিউজিল্যান্ড হারলে অস্ট্রেলিয়া দুবাইয়েই থেকে যাবে, আর এক বেলা অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা চলে যাবে লাহোরে। ভারত হারলে দক্ষিণ আফ্রিকা থেকে যাবে দুবাইয়ে, অজিরা উড়ে যাবে লাহোরে, আর সঙ্গে যাবে নিউজিল্যান্ডও।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর