আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন খেলোয়াড় ছাড়া খেলেছে পিটার বাটলারের দল। ভালো খেলার পরও প্রথম ম্যাচের ৩-১ গোলে হার পীড়া দিচ্ছে নতুন অধিনায়ক আফঈদা খন্দকারের দলকে। দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো ফল নিয়ে মাঠ ছাড়তে চান মেয়েরা।
সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে আজ রাত ১০টায় দেশটির নারী ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনদের অনুপস্থিতিতে আক্রমণভাগের ভার এখন আইরিন, শাহেদা আক্তার রিপাদের কাঁধে।
বিজ্ঞাপন
প্রথম ম্যাচে দুই গোল হজম করে পিছিয়ে পড়া দলকে পেনাল্টি থেকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দিয়েছিলেন অধিনায়ক আফঈদা। এই গোলের আগে পোস্টে প্রতিহত হয়েছিল আইরিনের শট।
এবার জালের দেখা পেতে মুখিয়ে আছেন তিনি, ‘শট পোস্টে লাগা নিয়ে তো মন খারাপ আছেই। ওই সময় সত্যিই খুব খারাপ লেগেছিল। ওই গোলটা হয়ে গেলে আমরা আগেই ম্যাচে ফিরতে পারতাম, কিন্তু সেটা হয়নি। কোচ আমাদের নিয়ে কাজ করেছেন, দ্বিতীয় ম্যাচে দলের চাওয়া পূরণ করতে চাই।’
দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘আসলে প্রথম ম্যাচে মেয়েদের খেলাটা না দেখলে বোঝার উপায় নেই যে আমরা একদম খেলার ধারার বিপরীতে গোল খেয়েছি। কী যে ভালো খেলেছে মেয়েরা, পজিশনাল ফুটবল খেলেছে। ইয়ারজানের কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে যথেষ্ট ভালো করছে।’
‘গত ম্যাচে ইয়ারজানের ভুলগুলো নিয়ে আমরা একয়দিন কাজ করেছি। ওকে বোঝানোর চেষ্টা করেছি এবং ও বুঝতে পেরেছে কোন কোন জায়গায় উন্নতি করলে আরও ভালো খেলা যাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে ওর উন্নতির প্রতিফলন দেখতে পাবো আমরা।’