বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

সেমির প্রতিপক্ষ বাছাইয়ে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

সেমির প্রতিপক্ষ বাছাইয়ে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড

ইতোমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। তাই গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচটি দু’দলের কাছে নিয়মরক্ষার। তারপরও গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে আজ মুখোমুখি দুই দল। এদিকে এই ম্যাচ সেমিতে প্রতিপক্ষ বাছাইয়ের সুযোগ ভারত ও নিউজিল্যান্ডের সামনে। দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।

এই পোশাকি লড়াইয়ের আড়ালে আরও একটি বিষয়ও আলোচিত হচ্ছে। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট মনে করছেন, আসলে লড়াইটা হবে দুই দলের স্পিন বিভাগের।


বিজ্ঞাপন


ম্যাচের আগে  তিনি বলেছেন, ‘ওদের অনেক স্পিনার আছে। ফলে ম্যাচটাকে আমি স্পিনের লড়াই হিসেবে দেখছি।’ দুবাইয়ের পিচ যে বাড়তি সাহায্য করছে সেটাও মনে করিয়ে দিয়েছেন এই কোচ, ‘প্রতিযোগিতায় আসার আগে আমরা ওতটা স্পিন নির্ভর ছিলাম না। কিন্তু ছেলেরা এত দারুণ বল করেছে, তার ওপর পিচও একটু সাহায্য করেছে। তাই এই ম্যাচেও এর ব্যতিক্রম হবে না।’

ভারতের একাদশে কমপক্ষে তিন স্পিনার থাকবেন- রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ড কৌশলগত কিংবা অন্যকোনও ভাবে চার স্পিনারকে খেলাতে পারে। তারা হলেন মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। 

নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপসও মনে করেন দুবাইয়ের মাঠে স্পিন কার্যকর হবে। কিন্তু দ্রুতগতির বোলারদের ভূমিকাও যে ফেলে দেওয়া যাবে না সেটা সতর্ক করে দিয়েছেন তিনি, ‘আমাদের দুজন খুবই ভালোমানের স্পিনার আছে। তার পর রয়েছে অলরাউন্ডার আমি ও রাচিন।’

‘তাছাড়া তিনজন উঁচু মানের পেসারও আছে- ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রুর্ক। তার মধ্যে দুজন লম্বা বোলারের বাউন্সেও বৈচিত্র্য আছে। যেটা পাকিস্তানে প্রতিপক্ষ খেলতে খুব চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এসব বলতে পারেন আমাদের ভিতটাকে ভালোভাবেই সামাল দিয়েছে। আর ম্যাচ-টু ম্যাচ উইকেট পরিবর্তন হচ্ছে। এই ম্যাচেও হয়তো তার ব্যতিক্রম হবে না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর