শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

বেটিসের কাছে রিয়ালের হার, যা বলছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

শেয়ার করুন:

বেটিসের কাছে রিয়ালের হার, যা বলছেন আনচেলত্তি

লা লিগা শিরোপার মিশনে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। গতকাল রিয়াল বেটিসের মাঠ বেনিতো ভিল্লামারিনে শুরুতেই জালের দেখা পেলেও হার মানলো তারা। প্রায় পাঁচ বছর পর সেভিয়ের ক্লাবটির কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়লো কার্ল আনচেলত্তির শিষ্যরা। এমন হারের পর রিয়াল কোচ বলছেন, এ হার তাদের জন্য বড় ধাক্কা।

বেতিসের বিপক্ষে শক্তিশালী দল বেছে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। যেহেতু শিরোপা লড়াইয়ে এখন আর ভুলের কোনও সুযোগ নেই। তার পরেও অপ্রত্যাশিত হারে আনচেলত্তি ম্যাচের পর বলেছেন, ‘আমরা যদি মঙ্গলবারও এভাবে খেলি, তাহলে জয়ের কোনও প্রশ্নই উঠে না। এই হারটা আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের এখন পাল্টা প্রতিক্রিয়া দেখাতে হবে।’


বিজ্ঞাপন


ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘আমরা শুরুটা ভালো করেছি। কিন্তু পরে একই মাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না। ফলে ম্যাচটা হাত ফসকে এমন এক দলের পক্ষে গেছে, যারা আমাদের চেয়েও ভালো খেলেছে এবং জয়ের যোগ্য ছিল।’

এদিন ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে ছিল রিয়াল। বিরতির আগে জনি কারদোসো গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সাবেক ক্লাবের জালে বল ঠেলে দেন ইসকো। পেনাল্টি থেকে করা তার দ্বিতীয় গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ২-১ গোলে হার দেখে মাদ্রিদ ক্লাব। দশম মিনিটে গোলমুখ খোলে রিয়াল। কিলিয়ান এমবাপ্পে ড্রিবল করে তিন মার্কারকে ফাঁকি দিয়ে বাঁ দিকে মেন্দির কাছে বল বাড়ান। তারই ডানদিকে দেওয়া ক্রসে দিয়াজ জাল কাঁপান। 

২২ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ মিলেছিল বেতিসের। ইসকোর নেওয়া ফ্রি কিক রুডিগার ক্লিয়ার করলেও বলের দখল নেন অ্যান্টনি, তারই বানিয়ে দেওয়া বলে রিকার্ডো রদ্রিগেজ শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। আধঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পর স্কোর ১-১ করে বেতিস। কারদোসোর শট মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান রুডিগার। ইসকো নেন কর্নার কিক, এবার ঝাঁপিয়ে হেড করে কোনও বাধা ছাড়া লক্ষ্যভেদ করেন কারদোসো।

রিয়ালকে আরেকবার অনুশোচনায় পোড়ান রুডিগার। ৫৩তম মিনিটে এই জার্মান বক্সের মধ্যে হুয়ান হার্নান্দেজকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন। সঙ্গে পেনাল্টির বাঁশিও বাজান রেফারি। রিয়াল কিপার থিবো কোর্তোয়া ঠিক দিকে ডাইভ দিলেও ইসকোর শট থামানোর জন্য তা যথেষ্ট ছিল না। লা লিগায় চতুর্থ হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারালে রিয়াল। ২৬ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা।


বিজ্ঞাপন


কদিন আগে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এন্দ্রিকের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারায় রিয়াল। এই সপ্তাহেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে খেলার আগে বেতিসের কাছে হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিলো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর