মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আইসিসির জন্য চ্যালেঞ্জিং হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আইসিসির জন্য চ্যালেঞ্জিং হবে’

ক্রিকেট খেলার জনপ্রিয়তা বাড়তে থাকলেও কমছে ওয়ানডে ম্যাচের প্রতি দর্শকের আকর্ষণ। বিশ্বের নানা প্রান্তে এখন বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বসছে। দর্শকও বেশি দেখতে চাইছেন টি-টোয়েন্টি ক্রিকেটই। এমন অবস্থায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

ওয়ানডে ক্রিকেট নিয়ে উদ্বেগের কথা জানানোর আগে অবশ্য একটি অভিযোগের কথাও জানিয়েছেন অশ্বিন। ওয়ানডে ক্রিকেটে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করার নিয়ম আইসিসি ভারতীয় স্পিনারদের দাপট কমাতে প্রবর্তন করেছেন বলেই অভিযোগ করেছেন তিনি।


বিজ্ঞাপন


নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘২০১৩-১৪ সাল পর্যন্ত (আসলে ২০১১ সাল পর্যন্ত) ওয়ানডেতে একটি বল ব্যবহার হতো। এরপর এক দিনের ক্রিকেটে নতুন নিয়ম চালু হয়, যেখানে পাঁচজন ফিল্ডার বৃত্তের মধ্যে থাকবে ও দুটি নতুন বলের ব্যবহার শুরু হয়। ভারতের স্পিনারদের দাপট কমাতে আইসিসি নতুন নিয়ম চালু করেছে। এটা আমার মত। আমি মনে করি, এটি খেলায় প্রভাব ফেলেছে। রিভার্স সুইং হারিয়ে গেছে। ফিঙ্গার স্পিনারদের ভূমিকা কমে গেছে।’

ওয়ানডে ক্রিকেটে কোনো প্রতিযোগীতা নেই জানিয়ে অশ্বিন বলেন, ‘আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচের আগে আমি এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। টি-টোয়েন্টি ক্রিকেট দর্শকদের আকর্ষণ করে, এবং এর জনপ্রিয়তা বেশি। কারণ, ম্যাচ মাত্র চার ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। আমি মনে করি, আফগানিস্তানের মতো দলের প্রথম শ্রেণির কাঠামো উন্নত হলে টেস্ট ক্রিকেটের চাহিদাও বাড়বে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে কোনো প্রতিযোগিতা নেই।’

ওয়ানডে ক্রিকেট ধীর গতিতে চলছে, এ কারণে সামনে আইসিসিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও মত দেন অশ্বিন। একদিনের ক্রিকেটের পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে দক্ষীন আফ্রিকায়। আসন্ন এ টুর্নামেন্ট নিয়ে অশ্বিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আইসিসির জন্য সত্যিকারের চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এটি নিয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে। কারণ, খেলা এত ধীরগতিতে চলছে, যেন এটি শুধু টেনে নেওয়া হচ্ছে। আজকালকার ক্রিকেটে ৫০ ওভারের সংস্করণের জন্য সত্যিই কোনো জায়গা আছে কি না, তা নিয়ে আমার মনে প্রশ্ন এসেছে।’

ওয়ানডে ক্রিকেটে লাল বলের ব্যবহার ফিরিয়ে আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের আগপর্যন্ত এই চ্যাম্পিয়নস ট্রফি ছিল একেবারেই একঘেয়ে। একসময় এক দিনের ম্যাচ লাল বলে খেলা হতো। এখন সময় এসেছে এই ফরম্যাট নিয়ে গুরুত্বসহকারে ভাবার। এই সংস্করণ বাঁচাতে এখন সেটি ফিরিয়ে আনার সময় এসেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর