সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াবে ডিপিএলের খেলা। এর আগে আজ অনুষ্ঠিত হয়েছে ক্যাপেন্স ডে। অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়করা ট্রফি নিয়ে করেছেন ফটোসেশন। অধিনায়কের ফটোসেশনে ছিলেন মোহামেডানের নেতৃত্বে থাকা তামিম ইকবালও।

ট্রফি নিয়ে ফটোসেশনের এই আয়োজনে টুর্নামেন্ট নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন অধিনায়করা। সেখানে প্রথমেই কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ডিপিএলের এবারের আসর শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চেয়েছেন তামিম।


বিজ্ঞাপন


তামিম বলেন, “ঢাকা প্রিমিয়ার লিগকে আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। তবে আমার কাছে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার… খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, সব ঠিক আছে… কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট যেন নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটি ক্রিকেটার যেন পারিশ্রমিক পায়। এটাই আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমরা সবাই জানি, এখন আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন আগের চেয়ে। সবদিক থেকেই, বিপিএল বলেন, এই লিগ, ক্রিকেটারদের ভুগতে হয়েছে অনেক। আমি আশা করব, ক্লাবগুলি যে কমিন্টমেন্ট করেছে, ক্রিকেটাররা যেন সেই টাকা পায়। আমার কাছে, এটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। অবশ্যই চাইব খেলাটা ভালো হোক, আম্পায়ারিং নিয়ে যেসব অভিযোগ থাকে, বোর্ড যেন খেয়াল রাখে। তবে আবারও বললাম, তবে আমার কাছে সবকিছুর ওপরে থাকবে, ক্রিকেটাররা যেন পারিশ্রমিক ঠিকমতো পায়।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর