চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হেরেই বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশদের। নিয়মরক্ষার শেষ ম্যাচে আজ জশ বাটলাররা মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। করাচিতে প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এ ম্যাচেও সুবিধা করতে পারেনি ইংলিশরা। শুরুতেই টপ অর্ডারে ধ্বস নামিয়েছিলেন মার্কো ইয়ানসেন। এরপর উইয়ান মুল্ডার, কেশব মহারাজদের তোপে বাটলাররা ৩৮.২ ওভারেই অল আউট হওয়ার আগে করতে পেরেছেন ১৭৯ রান।
ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হিসেবে আজই শেষ ম্যাচ বাটলারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণেই নেতৃত্ব ছাড়ছেন তিনি। শেষবারের মত টসে করতে নেমে জিতেছিলেনও তিনি, নিয়েছিলেন ব্যাটিং। তবে ব্যাট হাতে ইংলিশরা ভালো করতে পারেননি।
বিজ্ঞাপন
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ইয়ানসেনের করা ওভারের ষষ্ঠ বলে রেসি ভ্যান ডার ডুসেনের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন ওপেনার ফিল সল্ট। ৬ বলে ৮ রান করে ফিরেন তিনি।
এরপর তৃতীয় ওভারে আউট হন জেমি স্মিথ। ইংলিশ এই ব্যাটারকেও সাজঘরে ফিরিয়েছেন ইয়ানসেনই। স্মিথের ক্যাচটি নিয়েছেন এইডেন মার্করাম। শুরুতেই দুই ইংলিশ ব্যাটারকে ফেরানোর পর আরেক ওপেনার বেন ডাকেটকেও আউট করেছেন ইয়ানসেন। টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে শুরুতেই ইংলিশদের দলে ধ্বস নামিয়ে দেন প্রোটিয়া এই পেসার।
এরপর বাকি কাজটা সেরেছেন মুল্ডার, মহারাজরা। ইংল্যান্ডের হয়ে আজ সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন জো রুট। ক্রিজে থিতু হয়েছিলেন তিনি, প্রোটিয়া বোলারদের দেখেশুনে খেলে দারুণ ছন্দেও ছিলেন তিনি। তবে মুল্ডারের করা দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরের পথ ধরতে হয় তাকে। এরপর হ্যারি ব্রুক-বাটলাররাও দলের হাল ধরতে না পারায় শেষ পর্যন্ত ৩৮.২ ওভারে ১৭৯ রানেই থামে ইংল্যান্ড। প্রোটিয়াদের হয়ে আজ ৩টি করে উইকেট নিয়েছেন ইয়ানসেন ও মুল্ডার। ২টি উইকেট পেয়েছেন মহারাজ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা।