চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে এবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়েছে রিয়াল মাদ্রিদ। প্লে-অফের প্রথম লেগে সিটিকে তাদেরই ঘরের মাঠে হারানোর পর দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতেও জয় পেয়েছে রিয়াল। দুই লেগই জিতে শেষ ষোলো নিশ্চিতও করেছে স্প্যানিশ ক্লাবটি।
রাউন্ড অব সিক্সটিনে লস ব্লাঙ্কোসরা খেলবে অ্যাতেলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এদিকে প্লে-অফে সিটির বিপক্ষে লড়াই শেষ হওয়ার এতদিন পর এসে জরিমানার মুখে পড়েছে রিয়াল।
বিজ্ঞাপন
সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি রিয়াল খেলেছে নিজেদের ঘরের মাঠ বার্নাব্যুতে। এই ম্যাচেই রিয়াল সমর্থকদের বাজে আচরণের শিকার হয়েছিলেন সিটির কোচ পেপ গার্দিওলা। এ কারণেই বড় অঙ্কের জরিমানার শাস্তি পেয়েছে রিয়াল।
এ ঘটনায় তদন্ত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তদন্ত শেষে রিয়ালকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
এদিকে আর্থিক জরিমানার পাশাপাশি গ্যালারি নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে রিয়ালকে। রিয়ালকে আংশিক গ্যালারি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা অবশ্য আপাতত স্থগিত থাকবে। দুই বছরের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।
রিয়ালকে শাস্তি দেওয়ার বিষয়ে উয়েফার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উয়েফা শৃঙ্খলাবিধির ধারা ১৪.২ অনুসারে দোষী সাব্যস্ত হয়েছে রিয়াল।
বিজ্ঞাপন