রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

‘মন চাইলেই বলতে পারি না আমাদের একজন সাকিব তৈরি হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

‘মন চাইলেই বলতে পারি না আমাদের একজন সাকিব তৈরি হবে’

গত মাসের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন হান্নান সরকার। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছিল নির্বাচক হিসেবে তার শেষ কর্ম দিবস। নির্বাচকের দায়িত্ব ছাড়া হান্নানকে এখন দেখা যাবে কোচিং পেশায়। আসন্ন ডিপিএলে আবাহনীর প্রধান কোচ হিসেবে কাজ করবেন তিনি।

জাতীয় দলের নির্বাচক হিসেবে সুনামের সঙ্গেই কাজ করেছেন হান্নান। এর আগেও বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। সাবেক এই ক্রিকেটার জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। তাই দেশের ক্রিকেট সম্পর্কে বেশ ওয়াকিবহাল তিনি।


বিজ্ঞাপন


এদিকে জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন শেষে নিজের প্রাপ্তি নিয়ে হান্নান বলেন, ‘সাকিবের সঙ্গে হয়তো কখনো এক দলে বা একসঙ্গে খেলা হয়নি। ও (সাকিব) যখন শুরু করেছে আমার তখন শেষের দিকে ছিল। এক দলে ম্যানেজার বা কোচ হিসেবে কখনো থাকা হয়নি। এক সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল শেষ এক বছরে। বিদায়ের সময় সাকিবের সঙ্গে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।’

আর ঘরের মাঠে টেস্ট খেলা সাকিবের লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে না পারাকেই নিজের অপ্রাপ্তি হিসেবে জানিয়েছেন হান্নান। তিনি বলেন, ‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়সভিত্তিক দলে কাজ করেছি ৮ বছর। জাতীয় দলের নির্বাচক ছিলাম এক বছর। সাকিব আল হাসান একজনই। সেই সাকিবের সঙ্গে আমি এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি।’

তিনি বলেন, ‘একজন জাতীয় দলের সিলেক্টর হিসেবে এটা আমার প্রাপ্তি যেমনটা রয়েছে, অপ্রাপ্তি রয়েছে আগেও বললাম যে মাঠ থেকে বিদায় নিতে পারেনি সে। মিরপুর থেকে তার অবসরের কথা ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলটাও আমার ঘোষণা ছিল, ভিডিও বার্তায়। শেষ পর্যন্ত বিভিন্ন কারণে আর খেলা হয়নি সাকিবের।’  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর