মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

ভারতে আসছেন মেসি, বাংলাদেশে আসবেন কি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

ভারতে আসছেন মেসি! বাংলাদেশে আসবেন কী

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের মাধ্যে বাংলাদেশে এসেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফুটবল প্রেমিদের ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন মেসির প্রিয় দিবু। স্বল্প সময়ের এই সফরে মার্টিনেজ বাংলাদেশে এসেছিলে ১১ ঘন্টার জন্য। ফলে হাজার-হাজার ভক্তরা সামনে থেকে দেখার সুযোগই পাননি বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। এবার শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসছেন আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে তা ইঙ্গিত দিয়েছেন শতদ্রু। তিনি লিখেছনে, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা সুপারস্টার মেসি আসছেন। তবে কবে নাগাদ তিনি আসছেন, বা আসছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের খুব কাছে এসে ঘুরে যাওয়া মেসি কি ঢাকাতেও আসবেন, তা এখনও জানা যায়নি।


বিজ্ঞাপন


মেসির সঙ্গে নিজের ছবি পোস্ট করে শাহরুখ খানের সংলাপ মনে করিয়ে শতদ্রু লিখেছেন, ‘অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।’

Posted by Facebook on Date:

এমনিতেই আর্জেন্টিনার ভক্ত এবং ব্রাজিলের ভক্ত কলকাতায় কিংবা বাংলাদেশে চিরকাল। এর আগে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা তারকা ফুটবলার কাফু কলকাতায় এসেছিলেন। তাকে নিয়ে এসেছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। তার উদ্যোগেই শহরে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে ।

এছাড়া তার উদ্যোগেই শহর দেখেছে ম্যারাডোনা, দুঙ্গা, ভালদেরেমার মত ফুটবলাররা। তবে বিশ্বকাপ জেতার এত কম সময়ের মধ্যে কোনও তারকাই কলকাতা শহরে আসেননি। মার্টিনেজ বিভিন্ন সমালোচনায় জড়িয়েছিলেন। তার সেলিব্রেশন নিয়ে বিভিন্ন কথা হয়। কিন্তু আর্জেন্টিনা এবং মেসি ভক্তদের কাছে সেসব কোন দোষ নয়। মার্টিনেজ কলকাতায় এবং বাংলাদেশে পা দিলে প্রচুর লোক দেখতে যাবেন সেটা বলে দেওয়াই যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর