বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

স্পিন কোচ মুশতাকের সঙ্গে চুক্তি বাড়াল বিসিবি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

স্পিন কোচ মুশতাকের সঙ্গে চুক্তি বাড়াল বিসিবি!

গত বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। বিসিবির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেন তিনি। বিশ্বকাপে তার অধীনে বেশ সফলতা দেখান বাংলাদেশের স্পিনাররা। তবে খণ্ডকালীন চুক্তি শেষে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে বিসিবি। 

এবার টাইগার স্পিনারদের নিয়ে সুখবর দিলেন সাবেক এই পাকিস্তানি তারকা। জানা যায়, সবকিছু থাকলে বাংলাদেশ দলের সঙ্গে আরও দুই বছর থাকবেন তিনি। দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাক। 


বিজ্ঞাপন


মুশতাক বলেন, ‘২ বছরের চুক্তিতে সই করেছেন হ্যাঁ, আমার ম্যানেজারের সাথে এসব ব্যাপারে কথা হয়েছে। বাংলাদেশ আমাকে ২ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে এই ব্যাপারে আমি বেশ সম্মানিত বোধ করছি, বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে। একজন কোচ হিসেবে প্রভাব বিস্তার করার জন্য আপনার সময় লাগবে।’ 

 ‘আমার রোলে বছরে ১৩০-১৪০ দিন আমাকে কাজ করতে হয় এবং আমার ম্যানেজার সবকিছু প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। কেবল জাতীয় দল নয়, আমি অনূর্ধ্ব-১৯ এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের সাথেও আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ একটি খবর হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর