বৃষ্টিতে পণ্ড হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের লড়াই। গতকাল শুক্রবার পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। এতে অজিদের লাভ হলেও বড় ক্ষতি হয়ে গেছে আফগানদের। চ্যাম্পিয়নস ট্রফিতে বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে হাসমতউল্লাহ-রশিদ-নবিদের।
ম্যাচটা ফল উপহার দিতে না পারলেও একটি ঘটনা অনেকেরই নজর কেড়েছে। সেটি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের উদারতা। আফগান ব্যাটারকে আউট করেও উইকেট নেননি তিনি। বরং খেলা চালিয়ে যেতে আম্পায়ারদের অনুরোধ করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
বিজ্ঞাপন
ঘটনা আফগানিস্তানের ইনিংসের ৪৭তম ওভারের শেষে। অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের ওভার শেষ হয়ে গেছে বলে স্ট্রাইক ছেড়ে যান আফগান ব্যাটার নূর আহমেদ। কিন্তু তখনও ওভার শেষের ঘোষণা দেননি আম্পায়ার। ঠিক ওই সময়ে জশ ইংলিস রান আউট করেন নূরকে।
অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ইংলিস আউটের আবেদন জানান। তখনই ছুটে আসেন অধিনায়ক স্মিথ। নূরকে আউট না দিতে আম্পায়ারের কাছে অনুরোধ জানান তিনি। স্মিথের সিদ্ধান্ত মেনে নেন আম্পায়াররা। কাজেই আউট হননি নূর। স্মিথের এমন আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, দুই পক্ষই যদি খেলা থামিয়ে দেয়, তাহলে ওই বলে আর আউট করার সুযোগ থাকবে না। তবে স্মিথ যদি সত্যিই আপিল করতেন, তাহলে নুরকে প্যাভিলিয়নে ফিরতে হতো।
কয়েক সেকেন্ডের সেই ভিডিও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০২৩ সালে প্রায় এমনই একটা রান আউট করে বিতর্কের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। সেটি ছিল অ্যাশেজ সিরিজে; ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে রান আউট করেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
বিজ্ঞাপন
সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও তুমুল সমালোচনা হয় তাদের নিয়ে। স্মিথ অবশ্য এদিন সেই পথে হাঁটেননি। বরং উদারতা দেখিয়েছেন। এ সময় ধারাভাষ্য কক্ষে স্মিথের এমন আচরণের প্রশংসা করা হয়। ক্রিকেটপ্রেমীরাও স্মিথের এই উদারতার মুগ্ধ হয়ে প্রশংসা করে চলেছেন।
উল্লেখ্য, বৃষ্টিভেজা ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বলে ২৭৩ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ১২.৫ ওভারে এক উইকেটে ১০৯ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার পর আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।