বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে প্রাধমিক দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১১:১৪ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে প্রাধমিক দল ঘোষণা ব্রাজিলের

কাতার বিশ্বকাপের পর থেকে ফুটবলের মাঠে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। গত বছরটা মোটেও ভালো কাটেনি সেলেসাওদের। দুর্ভাগ্য আর আক্ষেপ নিয়ে শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিতে করছে সংগ্রাম। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলটি টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে। 

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা করতে এখন বাছাইপর্বের সব ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের পথে এক একটি ধাপ। বিশ্বকাপে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে আসন্ন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে। আসন্ন বাছাই পর্বে সেলেসাওরা মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। যার জন্য ৫২ সদস্যের প্রাধমিক দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 


বিজ্ঞাপন


যেখানে বড় চমক ১৬ মাস পর দলে ফিরেছেন নেইমার জুনিয়র। ৯ বছর পর সেলেসাওদের রাডারে এসেছেন অস্কার। তবে নেইমার ও অস্কারের চূড়ান্ত দলে থাকা এখনো নিশ্চিত নয়। আগামী সপ্তাহে প্রাথমিক স্কোয়াড থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে কোচ দরিভাল জুনিয়র। তখনই জানা যাবে, নেইমার ও অস্কারের জাতীয় দলে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে কি না।

আগামী ২১ মার্চ ব্রাজিল নিজেদের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবে সেলেসাওরা।

এক নজরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল: 
 
গোলরক্ষক- অ্যালিসন বেকার, বেনেডিক্ট, এডারসন, হুগো সুজা, লুকাস পেরি, ওয়েভারটন 

ডিফেন্ডার- আলেক্সান্দ্রো, বেরালদো, দানিলো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, লিও অর্টিজ, মারকুইনহোস, মুরিলো, আবনার, অ্যালেক্স স্যান্দ্রো, অ্যালেক্স তেলেস, দোদো, ডগলাস সান্তোস, গিলহের্মে অ্যারানা, ভ্যান্ডারসন, ওয়েসলি 
 
মিডফিল্ডার- অ্যালিসন, অ্যান্ড্রু, আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, এডারসন, গারসন, জোয়াও গোমেস, জোয়েলিন্তন, লুকাস মৌরা, লুকাস পাকেতা, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, অস্কার
 
ফরোয়ার্ড- অ্যান্তোনি, ব্রুনো হেনরিক, এন্দরিক, স্টিফেন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গ্যালেন, ইগর জেসাস, ইগর পাইক্সাও, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, রাফিনহা, রদ্রিগো, স্যামুয়েল লিনো, স্যাভিনহো, ভিনিসিউস জুনিয়র, ইউরি আলবার্তো

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর