চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে আসর শুরু করে ইংল্যান্ড। ফলে সেমিফাইনালে উঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হয়ে ওঠে বাঁচা মরার লড়াই। সেখানে আফগানদের বিপক্ষে ৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংলিশরা। থ্রি লায়ন্স'রা বাদ পড়ায় জস বাটলারের নেতৃত্বের দায়িত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়।
অবশেষে ব্যর্থতার দায় নিয়ে আনুষ্ঠানিকভাবেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাটলার। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন এই উইকেটরক্ষক ব্যাটার। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ইংল্যান্ডের শেষ ম্যাচ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ ব্রেন্ডন ম্যাকালামের পাশে বসে বাটলার জানিয়ে দেন, তার মনে হচ্ছে ক্যাপ্টেন্সি ছাড়ার এটাই সঠিক সময়।
বিজ্ঞাপন
বাটলার বলেন, 'সকলকে জানাতে চাই, ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন্সি ছাড়ছি আমি। মনে হচ্ছে এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। দলের জন্যও আশা করি এটা সঠিক সিদ্ধান্ত হতে চলেছে। অন্য একজন এই জায়গায় আসবে। দলটাকে এগিয়ে নিয়ে যাবে।'
বাটলারের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ ইংলিশরা। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইংল্যান্ডের ফর্ম ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফিতেও হার দিয়ে শুরু হয়েছিল তাদের টুর্নামেন্ট। আফগানদের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের।
আফগানদের কাছে হেরে বিদায় নেওয়াটা মানতে পারছেন না বাটলার, ‘সত্যি বলতে এটা খুবই হতাশাজনক ব্যাপার। ম্যাচে আমরা জিততে পারতাম। অনেক সুযোগ এসেছিল আমাদের সামনে। আমরা সেটাকে কাজে লাগাতে পারিনি। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আমরা খুবই হতাশ। আফগানিস্তান দারুণ খেলেছে। বিশেষ করে ব্যাটিংয়ের সময় শেষ ১০ ওভারই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’