সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়নস ট্রফি 

পাকিস্তানের ভাগ্য এখন বাংলাদেশের হাতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম

শেয়ার করুন:

পাকিস্তানের ভাগ্য এখন বাংলাদেশের হাতে

ঘরের মাঠে অনেক আশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামে পাকিস্তান। তবে আসরের শুরুর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের হার, দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের হারে আসর থেকে একপ্রকার ছিটকে গিয়েছে স্বাগতিকরা। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও সেটা স্বীকার করে নিয়েছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার স্বপ্ন চূর্ণ হয়ে গেছে।  তার পরেও কাগজে-কলমে কিছুটা সম্ভাবনা টিকে আছে। সেজন্য তাদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ সঙ্গী বাংলাদেশ, নিউজিল্যান্ডের দিকে! 

পাকিস্তানের ম্যাচ বাকি শুধু বাংলাদেশের বিপক্ষে। তবে মাত্র এক ম্যাচ বাকি থাকলেও কাগজে-কলমে এখনো টুর্নামেন্টে টিকে আছে ম্যান ইন গ্রিনরা। তবে তাদের অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর। টুর্নামেন্টে বাংলাদেশও প্রথম ম্যাচে হেরে গেছে ভারতের বিপক্ষে। আজ সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। 


বিজ্ঞাপন


এই ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করবে নিউজিল্যান্ড ও ভারত। কারণ, গ্রুপপর্বে তখন ২টি করে জয় হয়ে যাবে দুই দলেরই। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের। পাকিস্তানও টুর্নামেন্টে টিকে থাকবে বাংলাদেশ ম্যাচ জিতলে। সেক্ষেত্রে গ্রুপের শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দলগুলোকে। সেই দুই ম্যাচে পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে আর ভারত লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আজ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে আর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, একই সঙ্গে নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে; তাহলেই কেবল সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান। সমীকরণটা বেশ কঠিন তাদের জন্য। 

অন্যদিকে, বাংলাদেশের সেমিফাইনালে খেলতে হলে আজকে তো জিততে হবেই, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হার কামনা করতে হবে নিউজিল্যান্ডেরও। অবশ্য, বাকি থাকা ২ ম্যাচে বাংলাদেশ যদি জেতে আর নিউজিল্যান্ডও শেষ ম্যাচে ভারতকে হারায়, তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে চলে আসবে রানরেটের হিসাব। তবে এসব সমীকরণ মেলানোর জন্য সবার আগে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর