শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঘরোয়া ক্রিকেটে দল পাচ্ছেন না লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পাকিস্তানে। তবে দলের সঙ্গে লিটন দাস। এবারের আসরের টুর্নামেন্টে দলে জায়গা হয়নি তার। এদিকে আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে ঘরোয়া ক্রিকেটের এ টুর্নামেন্টেও দল পাচ্ছেন না লিটন।

লম্বা সময় ধরে অফ ফর্মে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটনের। তবে একই কারণে যে লিটন ডিপিএলেও দল পাচ্ছেন না তা নয়। দুই দিনের দলবদল শেষেও ডিপিএলের কোনো ক্লাবের সঙ্গে চুক্তি পারেননি টাইগার এই ক্রিকেটার।


বিজ্ঞাপন


জানা গেছে, দলবদলের জন্য লিটন টোকেন তুলেছেন। তবে কোনো ক্লাবের সঙ্গেই কথাবার্তা শেষ পর্যন্ত মিলেনি তার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, টাকার অঙ্ক মিলছে না বলেই এখনো পর্যন্ত দল চূড়ান্ত হয়নি লিটনের।

এদিকে লিটনের প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেই জানা গেছে। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার দলবদলের জন্য টোকেন তুলেছেন। ফলে চাইলে যে কোনো সময়ই তিনি ক্লাব বেছে নিতে পারবেন বলে জানা গেছে।

লিটনের মত আরও অনেক ক্রিকেটারই প্রত্যাশামাফিক পারিশ্রমিক পাচ্ছেন না বলে জানিয়েছেন। এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক আগের বারের তুলনায় কমেছে বলে জানা গেছে। এদিকে এবারের আসরকে আসরকে সামনে রেখে সাকিব আল হাসানকে দলে টেনে ছিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে চান না সাকিব আল হাসান। তার অনুরোধেই আপাতত দলবদল স্থগিত চেয়ে সিসিডিএমের কাছে আবেদন করেছে লেজেন্ড অব রুপগঞ্জ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন