শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিতের অবসর গুঞ্জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলের আসরে ভারতের সঙ্গে খেলতে স্বাগতিকদের উড়াল দিতে হয়েছে দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে গুঞ্জন উঠেছে রোহিতের অবসর নিয়ে।  

চলমান চ্যাম্পিয়নস ট্রফি শেষে রঙিন পোশাককে বিদায় বলতে পারেন রোহিত। আজই হয়তো পকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ হতে যাচ্ছে হিট ম্যান খ্যাত এই তারকা ব্যাটারের। এমনটা হতে পারে বলে মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। যদিও এ ব্যাপারে কোনো কথা বলেননি রোহিত নিজেই। 


বিজ্ঞাপন


ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে মাঞ্জরেকার বলেন, 'আমার মনে হচ্ছে (এটাই শেষ আসর) যদি সে সিদ্ধান্ত নিয়ে থাকে। মানে রোহিত শর্মা কি ২০২৭ বিশ্বকাপে থাকছে? আমার মনে হয় না। একদমই মনে হচ্ছে না। কাজেই এটাই হতে পারে তার শেষ কোন টুর্নামেন্ট।'
 
চ্যাম্পিয়নস ট্রফির পর রোহিতকে আর ওয়ানডে খেলতে না দেখলে অবাক হওয়ার কিছু নেই। তাই ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার আশা মনখুলে নিজের খেলাটা খেলবেন রোহিত, 'আমি আশা করে রোহিত মনখুলে খেলবে। তার শেষ খেলা হোক বা যাইহোক না কেন তার থেকে আরও কোয়ালিটি খেলা বাকি।'

রোহিত শেষ আইসিসি ওয়ানডে টুর্নামেন্ট, ২০২৩ বিশ্বকাপে যে ফর্মে ছিলেন, সেখান থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার দুবাইয়ের মন্থর উইকেটে বাংলাদেশের বিপক্ষে তিনি একই আগ্রাসী ব্যাটিং ধারা বজায় রেখে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ভারতের ছয় উইকেটের জয়ে রোহিত শর্মা ৩৬ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এভাবেই তিনি তাঁর ফর্ম নিয়ে ওঠা সব প্রশ্নকে উড়িয়ে দেন হিটম্যান।

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এ প্রসঙ্গে বলেন, ‘২০২৩ বিশ্বকাপে (ভারতে) রোহিত শর্মার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছিল। সকলেই ওকে পছন্দ করেছে কারণ তারা দেখেছে, অধিনায়ক কতটা নিঃস্বার্থভাবে খেলেছে। সে চাইলে নিজের শতক পূরণ করতে পারত, কিন্তু তার বদলে দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছেন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন