উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম আট দল নির্ধারিত হয়েছিল আগেই। প্লে-অফ খেলার মাধ্যমে বাকি ৮ দলও নিজেদের জায়গা পাকা করেছে। এবার শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে এই দলগুলো। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে আজ চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
ড্র শেষে নির্ধারিত হয়েছে শেষ ষোলোর লড়াইয়ে কে কার প্রতিপক্ষ। প্লে অফে ম্যানচেস্টার সিটিকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করে রিয়াল মাদ্রিদ। এবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচেও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে লস ব্লাঙ্কোসরা।
বিজ্ঞাপন
শেষ ষোলোয় স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে নামতে হবে রিয়ালকে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে লস ব্লাঙ্কোসদের লড়তে হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। তাই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই পর্বেও দেখা মিলতে চলেছে মাদ্রিদ ডার্বির।
এদিকে প্রথম আট দলের একটি হিসেবে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করা বার্সেলোনা শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেনফিকার। শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা লিভারপুলকেও খেলতে হবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে, অল রেডরা খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ।
শেষ ষোলোয় জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনকে। এছাড়া আর্সেনাল পিএসভি আইন্দহফেন ও অ্যাস্টন ভিলা খেলবে ক্লাব ব্রুগা বিপক্ষে। একমাত্র ইতালিয়ান ক্লাব হিসেবে শেষ ষোলোয় যাওয়া ইন্টার মিলানের প্রতিপক্ষ ফেইনুর্ড। আর গতবারের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে লিল।