বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

গতকাল করাচিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। যেখানে স্বাগতিকদের ৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে কিউইরা। আজ দ্বিতীয় দিনে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ থেকে জায়াগা হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে জায়গা হয়নি তার। এদিকে আজ ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে খেলবেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। রিয়াদের চোটে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়ের একাদশে সুযোগ মিলেছে দুইজনেরই।


বিজ্ঞাপন


সঙ্গে তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান। ভারত বিশেষজ্ঞ পেসার খেলাচ্ছে দুইজন-মোহাম্মদ শামি আর হর্ষিত রানা। তবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও পেস আক্রমণে থাকছেন।

প্রতিবেশি দেশ বাংলাদেশ-ভারত ম্যাচে থাকে বাড়তি উত্তেজনা। কাগজে-কলমে শক্তিমত্তায় যদিও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত, এমনকি পরিসংখ্যানেও। তবে আইসিসির ইভেন্টেই ভারতকে হারানোর সুখকর স্মৃতি আছে বাংলাদেশের। তারুণ্য নির্ভর বাংলাদেশ দল জয়ের জন্য মুখিয়েও। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট খেলতে গেছে। ভারত শক্তিমত্তায় এগিয়ে থাকলেও আত্মবিশ্বাস তুঙ্গে টাইগারদের।

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, জআকের আলী, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।   

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, হর্ষিত রানা, কুলদীপ যাদব।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর