গতকাল থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আজ দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর তিনটায় মুখোমুখি হবে দুইদল। চ্যাম্পিয়নস ট্রফিতে এ নিয়ে দ্বিতীয়বার ভারতীয়দের সঙ্গে লড়বে টাইগাররা। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই বিশ্বক্রিকেটে বড় বিজ্ঞাপন হয়ে উঠেছে বাংলাদেশ-ভারত দ্বৈরথ। গুণে-মানে-ঐতিহ্যে টাইগারদের চেয়ে ভারতীয়রা এগিয়ে থাকলেও তাতে লড়াইয়ের ঝাঁজ কমছে না একটুও।
চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে সংবাদ সম্মেলন থেকে দলের ক্রিকেটারদের দেওয়া সাক্ষাৎকারে উত্তাপ ছড়াচ্ছে দুই দলই। তারই ধারবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট ভিডিও পোস্ট করছে আইসিসি। সেখানে কথা টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আলাপে ছিলেন বুমরার স্ত্রী ও ক্রীড়া সঞ্চালক সঞ্জনা।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে ভারতের বিপক্ষে খেলা নিয়ে মেহেদী হাসান মিরাজ কথা বলেন। সেখানে বুমরাকে নিয়ে প্রশংসার স্তুতি দেখা যায় মিরাজের কণ্ঠে। একইসঙ্গে বুমরার মুখোমুখি না হতে পারার স্বস্তিও দেখা যায় তার চোখেমুখে। বুমরার স্ত্রীর কাছে তার সম্পর্কে খোঁজ-খবরও নেন মিরাজ।
'সে খুবই ভিন্ন রকমের একজন বোলার, খুবই ভিন্ন রকমের। আর ভীষণ বিপজ্জনক।' সঞ্জনা তখন মনে করিয়ে দেন, 'সে কিন্তু এখানে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) খেলছে না।' জবাবে মিরাজ বলেন, 'আমি জানি। আমরা সেকারণে খুবই খুশি, খুবই (হাসি)। সে ভীষণ বিপজ্জনক।' এরপর তিনি বুমরার শারীরিক অবস্থার বর্তমান খবর জানতে চান সঞ্জনার কাছে, 'সে এখন কেমন আছে? সে কি সুস্থ হয়েছে?'
বুমরার স্ত্রী সঞ্জনার উত্তর আসে, 'হ্যাঁ, সে সুস্থ আছে। সে এখন (ভারতের) জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) অনুশীলন করছে।' তার পাল্টা জবাবে মিরাজ তারপর বলেন, 'সবাই তাকে সমীহ করে, প্রত্যেক ব্যাটার। (গত সেপ্টেম্বর-অক্টোবরে) কানপুর টেস্টে আমি দুবার তার বিপরীতে আউট হয়েছি। সে অনেক উন্নতি করেছে। সে দুই দিকেই সুইং করাতে পারে।'

