সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমরা এই টুর্নামেন্টে যে কাউকে হারাতে পারি: শান্ত 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

আমরা এই টুর্নামেন্টে যে কাউকে হারাতে পারি: শান্ত 

আট বছর আগে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর। সেই আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনালে। এবার অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। বৈশ্বিক টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার আগে ট্রফি জেতার স্বপ্ন দেখিয়েছেন তিনি।

তবে বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ ভারতের মত দলের সঙ্গে প্রথম ম্যাচ। একই সঙ্গে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে রোহিত-কোহলিদের কাছে হেরেই টাইগারদের স্বপ্ন ভঙ্গ হয়। এবার বাংলাদেশের সেখান থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। সময়ের সঙ্গে ভারত এখন আরও বেশি শক্তিশালী, তবে টাইগার অধিনায়ক শান্ত এ নিয়ে ভাবছেন না।  


বিজ্ঞাপন


ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। দেশে থাকতে বলা কথাগুলোর পুনরাবৃত্তিই করেছেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। দল হয়ে খেললে যে কাউকে হারানো সম্ভব।

শান্ত বলেন, ‘আমরা যদি এই ফরম্যাটে (ওয়ানডে) তাকাই, তাহলে আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমাদের দল এই টুর্নামেন্টে যে কাউকে হারাতে পারে। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে যেকোনো দিন যেকোনো দলকে হারানো সম্ভব।’

চ্যাম্পিয়নস ট্রফিই কি মাহমুদউল্লাহ-মুশফিকের শেষ আইসিসি ইভেন্ট কি না, আজ সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে এসেছে সেই প্রশ্ন। শান্ত বলেন, ‘রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কথা যেটা বললেন আমি মনে করছি না সেভাবে চিন্তা করছেন (সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট কি না)। এখনো তারা খেলাটা উপভোগ করছেন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার বোঝা যাবে, ভবিষ্যতে কী হবে। তবে আমি আশা করি, তাদের অভিজ্ঞতা এখানে দেখাবেন।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অন্যতম এক অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ৬ ক্রিকেটারই আছেন এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলে। ১৫ ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের গড় হিসেব করলে সেটা হয় ৬৭.৬৭। দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি শান্ত-মুশফিকরা খেলবেন নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর