শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

এখনো ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক দিতে পারেনি দুর্বার রাজশাহী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বিপিএলের একাদশ আসরের খেলা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। এবারের আসরে ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এদিকে এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পাওনা টাকা সময়মতো শোধ করতে পারেনি। এ বিতর্কের কেন্দ্রে ছিল দুর্বার রাজশাহী।

পারিশ্রমিক ঠিকমত না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন ক্রিকেটাররা। এরপর বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বয়কট করেছিলেন। এমনকি টুর্নামেন্ট শেষেও পুরো পারিশ্রমিক পায়নি দলটির ক্রিকেটাররা। এ ঘটনায় ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমানকে আইনি হেফাজতে পর্যন্ত নেওয়া হয়েছিল।


বিজ্ঞাপন


এরপর জানা গিয়েছিল, ক্রিকেটারদের সমস্ত পাওনা ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে রাজশাহী। তবে তা হয়নি। এখনও পর্যন্ত দেশি ক্রিকেটারদের কেবল ৭৫ শতাংশ অর্থই পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এক বিবৃতিতে দুর্বার রাজশাহী জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ক্রিকেটারদের মোট ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। মোট ৩ কিস্তিতে এ টাজা দেওয়া হয়েছে। আগামী ৮ মার্চের মধ্যে বাকি টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে।

স্থানীয় ক্রিকেটারদের ৭৫ শতাংশ অর্থ পরিশোধ করা হলেও বিদেশি ক্রিকেটারদের কেবল ২৫ শতাংশ পারিশ্রমিকই দিয়েছে রাজশাহী। দ্রুত বিদেশী ক্রিকেটারদের পাওনাও পরিশোধ করা হবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন