শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভূমিকায় লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আইসিসির এ টুর্নামেন্টের খেলা। এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। এ টুর্নামেন্টে খেলতে আজ রাতেই ঢাকা ছাড়বে লাল-সবুজের দল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। তার ডেপুটি হিসেবে আজ ঘোষণা করা হয়েছে মেহেদী হাসান মিরাজের নাম। এদিকে এবারের আসরে টাইগার স্কোয়াডে থাকছেন না লিটন দাস।


বিজ্ঞাপন


সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক অফ-ফর্মের কারণেই স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে ব্যাট হাতে এ টুর্নামেন্টে না থাকলেও সমর্থক হিসেবে ঠিকই লা-সবুজের দলের সঙ্গে থাকবেন বলেই জানিয়েছেন লিটন।

আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে লিটন লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য দারুণ এই দলকে শুভকামনা। আমি বিশ্বাস করি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এই দল তাদের সেরাটা দেবে। টাইগাররা কীভাবে খেলে, সেটা বিশ্বকে দেখিয়ে দাও।’

দলে না থাকায় সমর্থক হিসেবেই বাংলাদেশের জন্য গলা ফাটাবেন জানিয়ে লিটন আরও লিখেন, ‘আমি দলে জায়গা করতে পারিনি, তবে সেটাই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। ভিন্ন ভূমিকায় তোমাদের ১৬ তম খেলোয়াড়কে পাশে পাচ্ছ তোমরা।’


বিজ্ঞাপন


এবারের আসরে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে শান্তরা নিজেদের শেষ ম্যাচটি খেলবেন স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে, ম্যাচটি হবে ২৭ ফেব্রুয়ারি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন