সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘নেইমারের আর সামর্থ্য নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

‘নেইমারের আর সামর্থ্য নেই’

বেশ ঘটা করেই আল হিলালে যোগ দিয়েছিলেন তিনি। তবে পিএসজি ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েও নিজের ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারেননি একরাশ হাতাশার গল্প ছাড়া। আল হিলালে যাওয়ার পরই চোটে পড়েন তিনি।

আল হিলালে যোগ দেওয়ার পর এসিএলের চোটে পড়েন নেইমার যে কারণে এক বছরের মত তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। এরপর সুস্থ হয়ে ফিরলেও আর নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি তিনি। এদিকে ফিরেই আবার চোটে পড়েন তিনি। আবার চোটে পড়ার কারণেই আল হিলাল অধ্যায়ও আর বড় করতে পারেননি নেইমার।


বিজ্ঞাপন


চোট জর্জর নেইমারের সঙ্গে পারস্পরিক সম্মতিতেই চুক্তি বাতিল করেছে আল হিলাল। সৌদি ছেড়ে নেইমার আবার ফিরেছেন ব্রাজিলে, শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন তিনি। এদিকে নেইমার ক্লাব ছাড়ার পর তাঁকে নিয়ে মুখ খুলেছেন আল হিলালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্তেভে কালজাদা। 

কালজাদা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে, নেইমারকে আমরা দলে নিয়মিত রাখতেই পারিনি। সে আল হিলালে এসেই ইনজুরিতে পড়ে। তার চলে যাওয়া প্রমাণ করে যে, আল হিলাল এমন কাউকে চাচ্ছিল যার শীর্ষ পর্যায়ের মান ধরে রেখে খেলার সামর্থ্য আছে।’

তিনি আরও বলেন, ‘ক্লাবের অসাধারণ মার্কেটিং হয়েছে, এটা সত্য। তবে তার আসল কাজটাই তো ফুটবল খেলা। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসলাম যে, প্রত্যাশা পূরণের পর্যায়ে সে আর নেই।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর