প্রতি মাসের সেরা ক্রিকেটারদের আলাদাভাবে পুরষ্কার প্রদান করে থাকে আইসিসি। আজ আইসিসি জানুয়ারির মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ের তালিকা প্রকাশ করেছে। যেখানে পাকিস্তান সফরে স্বাগতিকদেরই টেস্টে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্ট জিতে ১-১ ব্যবধানে সমতা আনা উইন্ডিজদের সফলতায় সবচেয়ে বড় অবদান রাখেন জোমেল ওয়ারিকান। দারুণ স্পিন বোলিংয়ে তিনি সিরিজ সেরার পুরস্কারও পান। এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো আরকেটি অর্জন। ক্যারিবীয় এই স্পিনার প্রথমবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি পেয়েছেন। আর জানুয়ারির সেরা নারী ক্রিকেটারের পুরুস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
আজ মঙ্গলবার গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি। যেখানে সেরার লড়াইয়ে ওয়ারিকান হারিয়েছেন ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলীকে। যেখানে মুনি পেছনে ফেলছেন ওয়েস্ট ইন্ডিজের কারিশ্মা রামহারাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণাকে।
বিজ্ঞাপন
এর আগে ওয়ারিকান মুলতানে প্রথম টেস্টে স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ৩টির পর দ্বিতীয় ইনিংসে স্রেফ ৩২ রানে ৭ উইকেট নেন। তবে ম্যাচে হেরে যায় সফরকারীরা। পাকিস্তান সফরের আগে ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ওয়ারিকানর উইকেট ছিল মোট ৫৪টি। ম্যাচে ১০ উইকেট তো দূরের কথা, ইনিংসে ৫ উইকেটও ছিল না একবারও। সফরের প্রথম টেস্টে দুটির স্বাদই পান তিনি।
এরপর দ্বিতীয় টেস্টে ১২০ রানের স্মরণীয় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে ৩৪ বছরেরও বেশি সময় পর পায় টেস্ট জয়ের স্বাদ। ওই ম্যাচের নায়ক ছিলেন ওয়ারিকানই। বাঁহাতি স্পিনে প্রথম ইনিংসে ৪৩ রানে নেন ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫টি। ম্যাচ-সেরার পাশাপাশি জেতেন সিরিজ-সেরার পুরস্কারও। দুই ম্যাচে তার শিকার ছিল ১৯ উইকেট। এছাড়া দুই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩১ ও ৩৬ রানের মূল্যবান দুটি ইনিংসও খেলেন তিনি।

