সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবরের প্রেমে মজেছেন কে এই দুয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

বাবরের প্রেমে মজেছেন কে এই দুয়া

বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর আজমের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট ভক্তদের। উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী এই ব্যাটার সম্প্রতি রানের খড়া চলছে। তবে তার সঙ্গে তুলনা করা হয় কোহলি, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের। তবে তাকে নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক তা নিয়ে অনাগ্রহ রয়েছে। বাবর কাউকে ভালোবাসেন কিনা, কবে বিয়ে করছেন সেটি জানতে মুখিয়ে তার ভক্তকূল।

জানা যায়, বাবরের প্রেমে মজেছেন দেশটির উঠতি অভিনেত্রী, মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার দুয়া জাহরা। পাকিস্তানি সেই মডেল এতটাই মজেছেন বাবরে, তাকে নিয়ে কোনো হাসি-তামাশা সইতে পারেন না। বাবরকে তিনি ভালবাসেন তা একটি শোয়ে স্বীকার করেছেন দুয়া। এমনটায় সম্প্রতি পাকিস্তানের টিভি চ্যানেল এআরওয়াই জিন্দেগিসের চ্যাট শো ‘দ্য নাইট শো উইথ আয়াজ সামু’তে এই কথা বলেন দুয়া।


বিজ্ঞাপন


জাহরা মডেল বলেন, ‘বাবর আমার এক মাত্র ভালবাসা। ও আমার সব কিছু। বাবরকে আমার খুব ভাল লাগে। ওকে কেউ কটূক্তি করলে খারাপ লাগে। বাবর সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমার প্রচণ্ড কষ্ট হয়। মনে হয় আমাকে খারাপ কথা বলা হচ্ছে।’

এরপর চ্যাট শো তে তারকাছে জানতে চাওয়া হয়েছিল, আর কোনো ক্রিকেটারকে তার ভালো লাগে কি না? দুয়ার সোজাসাপ্টা উত্তর, ‘আর কোনো ক্রিকেটারকে আমি পছন্দ করি না।’

বাবরের প্রতি ভালবাসার কথা স্বীকার করলেও দুয়া স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। দুয়া বলেন, ‘আমি সিঙ্গেল। কখনও কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভাল থাকিনি। তাই সম্পর্কে বিশ্বাস নেই। তবে বিয়েতে বিশ্বাস করি।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর