শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ট্রফি আসলেও নাও মিলতে পারে ছবি তোলার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২২, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

ট্রফি আসলেও নাও মিলতে পারে ছবি তোলার সুযোগ

আগামীকাল বুধবার (৮ জুন) বাংলাদেশে আসছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। স্বাভাবিকভাবেই পেলে-ম্যারাডোনাদের হাতের অলংকার এই ট্রফির সঙ্গে ছবি তোলার উপচে পড়া আগ্রহ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। তবে সেই উত্তেজনায় যেন বাধ সাধলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বললেন, দেখার সুযোগ পেলেও হয়ত ছবি তোলার সুযোগ পাবেন না সবাই।   

আজ জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ট্রফির সঙ্গে ছবি তোলার আগ্রহ সবার। ৯ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আমাদের জানানো হয়েছিল। অধিক সংখ্যক লোক উপস্থিত হবে স্বাভাবিকভাবে সবাই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ নাও পেতে পারে।’


বিজ্ঞাপন


বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ফিফার কর্মাশিয়াল পার্টনার কোকাকোলার মাধ্যমে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও যৌথভাবে কাজ করছে কোকাকোলার সঙ্গে। ট্রফির আগমন উপলক্ষ্যে সরকারের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা কোকাকোলার সঙ্গে মাস খানেক আগে সভা করেছি। আন্তঃমন্ত্রণালয় সভায় এই ট্রফির নিরাপত্তা এবং অন্যান্য দিক নিয়েও প্রস্তুতি নেয়া হয়েছে।’

ট্রফির সফরসূচি সম্পর্কে দেশের ক্রীড়াঙ্গনের এই অভিভাবক বলেন, ‘আগামীকাল ট্রফিটি ঢাকায় এসে পৌঁছাবে। এরপর বিকেলের দিকে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে নেয়া হবে। সন্ধ্যার পর মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে। সংসদ অধিবেশন চলমান থাকায় সময় কিছুটা আগে-পরে হতে পারে।’

প্রধানমন্ত্রীর খেলা প্রীতির কথা সবারই জানা। বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রধামন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ট্রফি দেখানোর পর জানাতে পারব। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন। তিনি খেলাধুলার খোজ রাখেন। বিশ্বকাপ নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়। সেই ট্রফি বাংলাদেশে আসছে এটা আমাদের জন্য দারুণ গর্বের।’ 

সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবার যৌথভাবে সংবাদ সম্মেলন করেছিল বাফুফে ও কোকাকোলা। তবে এবার এখন পর্যন্ত দুই পক্ষের কেউই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি। ফলে ট্রফি দেখতে ও ছবি তুলতে সাধারণ মানুষের ও মিডিয়ার প্রবেশাধিকার নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। 


বিজ্ঞাপন


এআইএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর