ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় আইসিসির বড় ইভেন্টে, তবে তো কথাই নেই! আর ৯ দিন পর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতের বিপক্ষে। আর এই ম্যাচকে সামনে রেখে এখনই উত্তেজনার পারদ। বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার আরও বাতাস ভাসিয়ে দিলেন এই উত্তেজনার। তার ভাষ্যে টাইগারদের বিপক্ষে চাপে থাকবে রোহিত-কোহলিরা।
আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-ভারতের ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘প্রথমদিকে চাপে ফেলতে হবে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না তারা। তবে আমরা কিন্তু দেখেছি চাপে কয়েকবার ভেঙে পড়তে।’
হাবিবুল বাশার আরও বলেন, ‘আমার মনে হয়, তারা যখন বাংলাদেশের সাথে খেলে তারা একটু বাড়তি চাপে থাকে। দল যদি হিসেন করেন তাহলে ভারত দলকে শক্ত মানতে হবে। তারা এগিয়ে আছে, তাদের অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়, ম্যাচ উইনিং খেলোয়াড় আছে। কিন্তু ভারত চাপে থাকে আমাদের সাথে খেলার সময়। আমরা যদি প্রথম বল থেকে চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। আমরা এখন আগের থেকে ভালো দল। তো ভারতকে হারাতে পারবো না এমনটা মনে হয় না।’
বিজ্ঞাপন
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অতীত ইতিহাস নিয়ে বাশার বলেন, ‘স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিৎ। দেখেন বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। বিশ্বকাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড বেশ ভালো। আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি। এবারও যে পারবো না তা কিন্তু নয়। যখন কোনও টুর্নামেন্ট খেলতে যাই মনের মধ্যে বা বুকের মধ্যে ওই সাহসটা নিয়ে যাওয়াই উচিৎ।’