এসএ২০ এর ফাইনালে গতকাল সানরাইজার্স ইস্টার্ণ কেপের বিপক্ষে মাঠে নেমেছিল এমআই কেপটাউন। শিরোপা নিশ্চিতের লড়াইয়ে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রানের সংগ্রহ গড়েছিল রশিদ খানের দল কেপটাউন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে এইডেন মার্করামের সানরাইজার্স পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে, ১৮.৪ ওভারে কেবল ১০৫ রানেই দলটি অল আউট হলে ৭৬ রানের বিশাল জয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কেপটাউন।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই দুই উইকেট হারায় সানরাইজার্স। এরপর দলের হাল ধরেছিলেন টনি ডি জর্জি ও টম অ্যাবেল।
বিজ্ঞাপন
তবে ২৫ বলে ৩০ রান করে অ্যাবেল ফেরার পর জর্জিও ২৩ বলে ২৬ রান করেই সাজঘরের পথ ধরেন। এ দুজন আউট হওয়ার পর আর সানরাইজার্স ব্যাটিং ধ্বস এড়াতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ১০৫ রানেই অল আউট হয় দলটি।

এদিকে আগে ব্যাট করতে নেমে কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯, ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮, রায়ান রিকেল্টন ১৫ বলে ৩৩, রসি ফন ডার ডুসেন ২৫ বলে ২৩ ও জর্জ লিন্ডের ১৪ বলে ২০ রানের ইনিংসে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করায় কেপটাউন।
বড় সংগ্রহ ডিফেন্ড করতে নেমে কেপটাউনের বোলাররাও করেছেন দারুণ। ট্রেন্ট বোল্ড ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। কাগিসো রাবাদ পেয়েছেন ৪ উইকেট। এছাড়া উইকেট পেয়েছেন রশিদ খান সহ কেপটাউনের বাকি বোলাররাও।

