সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মুই লঞ্চে চড়ে আইয়া পড়ছি, কাপ লইয়া বরিশাল যাব’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

‘মুই লঞ্চে চড়ে আইয়া পড়ছি, কাপ লইয়া বরিশাল যাব’

বিপিএলের কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফাইনালের আগে দলকে আরও ভারী করছেন তামিম ইকবালরা। ফাইনাল খেলতে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে তারকা অলরাউন্ডার জিমি নিশামকে।

কিছুদিন আগেই নিশামের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে আভাস পাওয়া গিয়েছিল, বিপিএল খেলতে আসছেন তিনি। তবে কোন দলের হয়ে খেলবে সেটা নিশ্চিত ছিল না তখনও। শেষ পর্যন্ত বরিশালের হয়েই খেলতে এলেন নিশাম। আজ ফেসবুকে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন কিউই তারকা।


বিজ্ঞাপন


ভিডিও বার্তায় অনেকটা বরিশালের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা যায় তাকে। কিউই তারকা বলেন, ‘মুই লঞ্চে চড়ে আইয়া পড়ছি। কাপ লইয়া বরিশাল যাব।’

বরিশাল যদি চিটাগংয়ের কাছে হেরে দ্বিতীয় এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলত, তাহলে সেই ম্যাচেই মাঠে নামতেন নিশাম। তবে সরাসরি ফাইনালে উঠে যাওয়ায় ফাইনালেই দেখা যাবে নিশামকে। এক ম্যাচের জন্যই তাই এবারের বিপিএলে খেলতে এলেন তিনি।

আগের মৌসুমে রংপুরের হয়ে খেলেছিলেন নিশাম। তার সাবেক দল রংপুর প্রথম এলিমিনেটরেই বাদ পড়েছেন। প্লে-অফের আগে তিন বিদেশি ক্রিকেটার এনেও গতি করতে পারেনি তারা। নিশাম কী সেই প্রথা ভেঙে ফাইনালে বরিশালকে শিরোপা জেতাতে পারবেন?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর