শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের আগে রিয়ালের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম

শেয়ার করুন:

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের আগে রিয়ালের দুঃসংবাদ

রিয়াল মাদ্রিদের চোটগ্রস্ত ফুটবলারদের তালিকা লম্বা হয়েই চলেছে। সবশেষ এস্পানিওলের বিপক্ষে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আন্টোনিও রুডিগার। তাঁকে মাঠের বাইরে থাকতে হবে কয়েক সপ্তাহ। আরেক ডিফেন্ডার ডেভিড আলাবা ১৩ মাস পর চোট থেকে ফিরতে না ফিরতেই ফের অ্যাডাক্টরে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন। তাই লেগানেসের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে রক্ষণ নিয়ে বেশ চিন্তায় রিয়াল। এমন সময়ে দলটির আক্রমণভাগের শক্তিও কমল।

কোপা ডেল রে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। লেগানেসের বিপক্ষে এ ম্যাচে আগামীকাল বুধবার রাতে খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা। এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন এমবাপে, বেলিংহামের না খেলার কথা।


বিজ্ঞাপন


হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন ডিফেন্ডার এদের মিলিতাও, এসিএলের চোটে এ মৌসুমে আর খেলা হবে না দানি কারভাহালেরও। আবার মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও আছেন চোটে। এদিকে মৌসুমে গুরুত্বপূর্ণ এক সময় পার করছে রিয়াল মাদ্রিদ।

কদিন পরেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও। বড় ম্যাচের আগে শঙ্কার কালো মেঘের মতোই ঘন হচ্ছে চোটগ্রস্ত ফুটবলারদের তালিকা।

লা লিগায় বর্তমানে রিয়াল ও অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধান ১। আগামী শনিবার এ দুই দল মাঠে নামবে, রিয়ালের জন্য যা শীর্ষস্থান ধরে রাখার লড়াই। এ ম্যাচের আগে তাই বেলিংহাম ও এমবাপেকে নিয়ে ঝুঁকি নিতে চান না আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, “বেলিংহ্যামের আঘাত লেগেছিল এবং সে মাঠে নামবে না। ভিনিসিয়াস জুনিয়রকে সেরে ওঠার জন্য বাড়তি একটি দিন দেওয়া হয়েছে, তবে আগামীকাল (বুধবার) সে মাঠে নামবে।” এমবাপেকে নিয়ে তিনি বলেন, “এমবাপে আজ (মঙ্গলবার) অনুশীলন করেছে। তার পায়ের পেশিতে আঘাত লেগেছে। সে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে, তবে আগামীকালের (বুধবার) ম্যাচে সে খেলবে না।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর