ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানেই হারিয়েছে ভারত। ৫ ম্যাচের সিরিজ সূর্যকুমার যাদবের দল জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। এ সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। তরুণ এই স্পিনার ৭.৬৬ ইকোনোমি রেটে নিয়েছেন ১৪ উইকেট।
টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করা এই স্পিনার এবার সুযোগ পাচ্ছেন ওয়ানডে সিরিজেও। ইংল্যান্ডের বিপিক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে বরুণ থাকবেন কি না তা এখনো জানায়নি বিসিসিআই। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তারকা এই স্পিনারকে স্কোয়াডে নিয়েছে ভারত।
বিজ্ঞাপন
এমনকি বরুণ দলের সঙ্গে নাগপুরে অনুশীলন করেছেন বলেও জানিয়েছে ক্রিকইনফো। তরুণ এই স্পিনার নিজের ক্যারিয়ারে এখনো পর্যন্ত প্রথম শ্রেনীর ক্রিকেট খেলেছেন কেবল ২৩ টি। সম্প্রতি শেষ হওয়া বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। তামিলনাড়ুর হয়ে ৬ ম্যাচে তিনি নিয়েছেন ১৮ উইকেট।
এদিকে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে আছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনার।
এদিকে গত আগস্টের পর এবারই প্রথম ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারত। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির আগে এই একটি সিরিজেই খেলবে গৌতম গম্ভীরের শিষ্যরা। আসন্ন টুর্নামেন্টের আগে বোলারদের বাজিয়ে দেখার সুযোগও এটিই।
ভারতের ইংল্যান্ড সিরিজের স্কোয়াড-
বিজ্ঞাপন
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (ভিসি), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা (প্রথম দুটি ওয়ানডে), জসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুণ চক্রবর্তী