রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনিদের সমর্থন করে চাকরি খোয়ানো সাংবাদিকের পাশে খাজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনিদের সমর্থন করে চাকরি খোয়ানো সাংবাদিকের পাশে খাজা

দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার সাবেক প্রধান ক্রিকেট সাংবাদিক ছিলেন পিটার লালর। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে এসইন রেডিওতে ধারাভাষ্যও দিচ্ছিলেন তিনি। তবে এসইএন রেডিও লালরকে তাদের ধারাভাষ্য দল থেকে বাদ দিয়েছে।

লালরকে ধারাভাষ্য দল থেকে বাদ দেওয়ার কারণ, অস্ট্রেলিয়ান এই সাংবাদিক সামাজিক মাধ্যম এক্সে গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা নিয়ে একটি পোস্ট রিটুইট করেছিলেন।


বিজ্ঞাপন


এদিকে গাজাবাসীদের সমর্থন করে চাকরি হারানো এই সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন অজি ওপেনার উসমান খাজা। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিপক্ষে সবসমই সোচ্চার ছিলেন খাজা।

লালরকে সমর্থন জানিয়ে খাজা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গাজার মানুষের পাশে দাঁড়ানোর মানেই ইহুদি-বিদ্বেষ নয়। এটি অস্ট্রেলিয়ায় আমরা ইহুদি ভাই-বোনদের বিরুদ্ধে কোনো আক্রমণও নয়। এটা তো শুধু ইসরায়েলি সরকার ও তাদের ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয় এটি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সব সময়ই চলে আসছে। পিট একজন ভালো লোক, ওর সঙ্গে আরো ভালো কিছু হওয়া উচিত ছিল।’

এদিকে লালরকে বাদ দেওয়ার বিষয়ে এসইএন কর্তৃপক্ষ কি জানিয়েছে তা জানাতে অস্ট্রেলীয় এই সাংবাদিক বলেন, ‘আমাকে বলা হয়েছে আমার রিটুইটটা একপাক্ষিক ছিল। আর সেটা নাকি একপক্ষের জন্য স্পর্শকাতর বিষয়। সেই পক্ষই আমার বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর