মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অফস্ট্যাম্পের বাইরের বলেই কোহলি আউট হবেন তা বাসচালকও জানতেন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

অফস্ট্যাম্পের বাইরের বলেই কোহলি আউট হবেন তা বাসচালকও জানতেন!

ক্রিকেট দুনিয়ায় সম্প্রতি আলোচনায় হিমাংশু সাঙ্গাওয়ান। এর কারণটাও অবশ্য দারুণ। অফ ফর্মে থাকা বিরাট কোহলি লম্বা সময় পর রঞ্জি ট্রফিতে ফেরার ম্যাচে ২৯ বছর বয়সী এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে আউট হন। এরপর থেকেই আলোচনা হিমাংশুকে নিয়ে। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারকে বোল্ড করায় আলোচনা হওয়ারই ছিল। 

রঞ্জিতে ফেরার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজে বার বার অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছিলেন বিরাট কোহলি। যে কোনও বোলার তাঁকে আউট করছিলেন এই ধরনের বল করে। রঞ্জি খেলতে নামা কোহলিকে আউট করার জন্য সেই ধরনের বল করার পরামর্শই পেয়েছিলেন রেলওয়েজের বোলার হিমাংশু সাঙ্গওয়ান, এ পরামর্শও তিনি পেয়েছিলেন এক বাসচাকের কাছে।


বিজ্ঞাপন


রঞ্জিতে কোহলি মাত্র ১৫ বল খেলে আউট হয়ে যান। হিমাংশুর বলে অফ স্টাম্প ছিটকে যায় তাঁর। তার পর থেকেই আলোচনা রেলওয়েজের পেসার হিমাংশকে নিয়ে। তিনিই জানালেন কোহলিকে বল করতে আসার আগে এক বাসচালকের থেকে পাওয়া পরামর্শের কথা।

হিমাংশু বলেন, “আমি রেলওয়েজ়ের প্রধান পেসার। দলের সকলে বলছিল আমিই কোহলির উইকেট নেব। আমরা যে বাসে করে হোটেল থেকে মাঠে আসছিলাম, সেই বাসচালক আমাকে বলেছিলেন, কোহলিকে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করতে। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছিলাম। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলাম। তাতেই উইকেট পাই।”

হিমাংশু জানিয়েছেন যে, তাঁরা শুরুতে জানতেন না যে ম্যাচটা লাইভ দেখানো হবে। রেলওয়েজের এই পেসার বলেন, “ম্যাচের আগে আমরা জানতাম বিরাট কোহলি এবং ঋষভ পন্থ খেলবে দিল্লির হয়ে। সেই সময় এটা জানতাম না যে, খেলাটা সরাসরি দেখানো হবে। পরে জানতে পারি পন্ত খেলবে না, তবে কোহলি খেলবে আর ম্যাচটা সরাসরি দেখানো হবে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর