বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

যে কারণে দুই বছর ব্যাটে স্পন্সর ছিল না, জানালেন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম এক কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ব্যাট হাতে বাইশ গড়ে লম্বা সময় ধরে রাজত্ব করা ভারতীয় এই ব্যাটারের ক্যারিয়ারও ছিল বিতর্কের উর্ধ্বে। জাতীয় দলের কিংবদন্তি এই সাবেক ক্রিকেটারকে গতকাল আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেই শচীন জানিয়েছেন, নিজের আদর্শে অটুট থাকার কারণেই দুই বছর স্পন্সর ছাড়া ব্যাটে খেলেছেন তিনি। 

পারিবারিক মূল্যবোধ আর বাবার আদর্শকে পুঁজি করে জীবনধারণ করেছেন বলেই অ্যালকোহল-তামাকের প্রচারণায় নিজেকে যুক্ত করেননি বলেই জানিয়েছেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘নব্বইয়ের দশকের মাঝামাঝি দুই বছরের জন্য আমি ব্যাটে চুক্তি ছাড়াই দুই বছর খেলেছি (ওই দুই বছর টেন্ডুলকারের ব্যাটে কোনো স্পনসর লোগো ছিল না)। কারণ, তারা সেই সময় খুব বেশি অ্যালকোহল ও তামাকের প্রচারণা চালাচ্ছিল আর ব্যাটগুলোকে তাদের বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে নিয়েছিল।’


বিজ্ঞাপন


তবে পরিবারের সবাই মিলেই এ ধরণের পণ্যের প্রচারণা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন শচীন। তিনি বলেন, ‘কিন্তু আমাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমি তামাক বা অ্যালকোহলের প্রচারণা করতে পারব না।’

তিনি আরও বলেন, ‘নব্বইয়ের দশকের মাঝামাঝি ব্যাটে কোনো চুক্তি (স্পনসর লোগো) ছাড়া খেলার সিদ্ধান্ত পারিবারিকভাবে নেওয়া অনেক বড় ব্যাপার ছিল। মূল্যবোধের প্রসঙ্গ এলে আমার মনে হয়, পরিবারই আমার মেরুদণ্ড এবং আমার ক্যারিয়ারের শক্তি।’

তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়ে শচীন বলেন, ‘মাঠে যাও, নিজের সেরাটা দাও এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করো। কারণ, কয়েক বছর আগে তুমি কোথায় ছিলে, সেটা একমাত্র ক্রিকেট খেলা বন্ধ করার পরই বুঝতে পারবে। তোমাদের প্রতি শুভকামনা রইল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর