বিপিএলের লিগ পর্ব শেষ হয়েছে গতকাল ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যে দিয়ে। এই ম্যাচের মধ্যে দিয়ে প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে কে কার মুখোমুখি হবে তা নির্ধারিত হয়েগেছে।
টানা আট ম্যাচ জয় পাওয়া রংপুর রাইডার্স শেষের চার ম্যাচ হেরে কোয়ালিফায়ার জায়গা থেকে ছিটকে গিয়েছে। এরপরও ৮ জয় ও ৪ হারে এলিমিনেটরে জায়গা করে নিয়েছে তারা। এদিকে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে বরিশাল। এরপর দুই নম্বরে আছে চিটাগাং। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রেটিং পয়েন্ট এগিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে তারা।
বিজ্ঞাপন
প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দুই দল। ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আগামীকাল ৩ ফেব্রুয়ারি বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, পরাজিত দল আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিপক্ষে।
এদিকে ৩ ফেব্রুয়ারিই এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। সেই ম্যাচের জয়ী দল এবং প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল নিয়ে ৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে ২য় কোয়ালিফায়ার। এই ম্যাচে বিজয়ী দলই ৭ ফেব্রুয়ারি ফাইনালে ১ম কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।
এক নজরে ২০২৫ বিপিএলের প্লে-অফের সূচি-
|
তারিখ |
দল |
ভেন্যু |
সময় |
|
৩ ফেব্রুয়ারি |
রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স |
মিরপুর শেরে বাংলা |
বেলা ১.৩০ মিনিট |
|
ফরচুন বরিশাল-চট্টগ্রাম কিংস |
সন্ধ্যা ৬.৩০মিনিট |
||
|
৫ ফেব্রুয়ারি |
দ্বিতীয় কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফারে পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল) |
মিরপুর শেরে বাংলা |
সন্ধ্যা ৬.৩০মিনিট |
|
৭ ফেব্রুয়ারি |
ফাইনাল |
মিরপুর শেরে বাংলা |
সন্ধ্যা ৭টা |

