বরাবরের মতোই এবারের বিপিএলও বিতর্কের উর্ধ্বে নয়। চলমান আসরে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। বিভিন্ন দলে খেলা ক্রিকেটাররা নির্ধারিত সময়ে পারিশ্রমিক পাননি, টুর্নামেন্ট শেষ পর্যায়ে চলে এলেও দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা সঠিক সময়ে পাওনা টাকা বুঝে পাননি, বারবার চেক বাউন্স করা সহ নানান অভিযোগ ওঠেছে।
ক্রিকেটারদের এমন পারিশ্রমিক না পাওয়া নিয়ে নড়েচড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ ব্যাপারে এবার একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে এনএসসি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনএসসি থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটারদের এ পারিশ্রমিক না পাওয়ার ঘটনা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিজ্ঞাপন
ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বিপিএল আয়োজনে ৩টি ক্রীড়া অবকাঠামো মেরামত/সংস্কারে সরকার কতৃক বড় অঙ্কের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।” বিপিএল পারিশ্রমিক সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু খবর ক্রীড়া পরিষদের নজরে এসেছে এবং তারা মনে করে, “পারিশ্রমিক পরিশোধ না করা হলে তা বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এই কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিতে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া), ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিব ও সহকারি পরিচালক (ক্রীড়া)।

