শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

এমবাপের পর হালান্ডকেও চায় রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০০ এএম

শেয়ার করুন:

এমবাপের পর হালান্ডকেও চায় রিয়াল

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দু’জনেই চলে এসেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। নিজেদের নতুন ঠিকানায় গোলবারে যেন অনেকটাই নিষ্প্রভ এই দুই মহাতারকা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় মুগ্ধতা ছড়ানো মেসি-রোনালদো যেন হারিয়ে যেতে চলেছেন। মেসি-রোনালদো পরবর্তী যুগের নেতৃত্ব কারা দেবেন? 

এই প্রশ্নে সবার আগে আসবে কিলিয়ান এমবাপে ও এর্লিং হালান্ডের নাম। ফরাসি তারকা এমবাপে গোল করে চলেছেন নিয়মিত। হালান্ডও আছেন দারুণ ফর্মে। ১৪ ম্যাচ থেকে ১৬ গোল তারই প্রমাণ দেয়। গুঞ্জন উঠেছে এমবাপের সঙ্গে হালান্ডকেও দলে ভিড়িয়ে তাই স্বর্ণালি যুগ ফিরিয়ে আনতে চায় রিয়াল মাদ্রিদ।


বিজ্ঞাপন


রোনালদো পরবর্তী যুগে করিম বেনজেমা সামনে থেকে নেতৃত্ব দিলেও ভিনিসিয়াস জুনিয়র ছাড়া কেউই যোগ্য সঙ্গ দিতে পারছেন না অধিনায়ককে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর খেলায় পিএসজির বিপক্ষে আক্রমণভাগের দূর্বলতা ছিল চোখে পড়ার মত। হালান্ড-এমবাপেকে দলে টানতে পারলে নিশ্চিতভাবেই আক্রমণের ধার কিছুটা বাড়াতে পারবে কার্লো আনচেলত্তির দল।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট দাবি করছে, রিয়ালের সঙ্গে আলোচনা চলছে হালান্ডের। এই গ্রীষ্মেই নরওয়েয়িয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে চায় লস ব্লাংকসরা। হালান্ডের পিতা ও তার অ্যাজেন্টদের সঙ্গেও কথা বলেছে রিয়াল। তার বর্তমান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডও রিয়ালের আগ্রহের বিষয়ে অবগত এমনটাই দাবি করেছে গণমাধ্যমটি।  

রোনালদো পরবর্তী যুগে করিম বেনজেমা সামনে থেকে নেতৃত্ব দিলেও ভিনিসিয়াস জুনিয়র ছাড়া কেউই যোগ্য সঙ্গ দিতে পারছেন না অধিনায়ককে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর খেলায় পিএসজির বিপক্ষে আক্রমণভাগের দূর্বলতা ছিল চোখে পড়ার মত। হালান্ড-এমবাপেকে দলে টানতে পারলে নিশ্চিতভাবেই আক্রমণের ধার কিছুটা বাড়াতে পারবে কার্লো আনচেলত্তির দল।

এদিকে মেসি-রোনালদো স্পেন ছাড়ায় তারকাশূণ্য হয়ে পড়েছে লা লিগা। এই দুই সুপারস্টার চলে চাওয়ায় লা লিগা হারিয়েছে তাদের অনেক স্পন্সর। অনেক দর্শকও মুখ ফিরিয়ে নিয়েছেন স্পেনের শীর্ষ এই লিগ থেকে। এমবাপে ও হালান্ড লা লিগায় আসলে এই লিগ ফিরে পেতে পারে তাদের পুরনো জৌলুস।  


বিজ্ঞাপন


এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর