রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেস্ট ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন যেসব কিংবদন্তি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

টেস্ট ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন যেসব কিংবদন্তি ক্রিকেটার

ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া এবার শ্রীলঙ্কা সফরে। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে অজিরা। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ছুটিতে থাকায় এ সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্টিভ স্মিথ। দুই দলের প্রথম ম্যাচে গতকাল শুরু হয়েছে গলে। টসে জিতে আগে ব্যাতিংয়ের সিদ্ধান্ত নেন স্মিথ, এরপর ব্যাট হাতে রাজত্ব করছে সফরকারীরা।

গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে আজ। ইতোমধ্যেই রানপাহাড় গড়েছে অজিরা। সফরকারীদের ওপেনার উসমান খাজা পেয়েছেন দ্বিশতকের দেখা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৫৪২ রান।


বিজ্ঞাপন


এদিকে বড় অজিদের বড় সংগ্রহের পথে বিশাল অবদান রেখেছেন অধিনায়ক স্মিথও। তিনিও পেয়েছেন সেঞ্চুরির দেখা। গতকাল প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেওয়া স্মিথ আজ আউট হয়েছেন ১৪১ রানে। গতকাল প্রথম দিনের শেষ সেশনে নিজের ৩৫তম টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি।

তবে সেঞ্চুরি করার আগেই, গতকাল ব্যাত করতে নেমে প্রথম রান করেই দারুণ এক মাইলফলক পেরিয়েছেন স্মিথ। মার্নাস লাবুশেন আউট হওয়ার পর ক্রিজে নেমে দৌড়ে ১ রান নিয়েই নিজের ব্যাত উঁচিয়ে ধরেন অজি এই ব্যাটার। গ্যালারি থেকেও ভেসে আসে উল্লাস। কেননা, দৌড়ে ১ রান নিয়ে সাদা পোশাকে দশ হাজার রানের মাইলফলক গড়েন স্মিথ।

395677

স্মিথ দশ হাজার রানের মাইলফলক পেরিয়ে যেতে পারতেন বোর্ডার-গাভাস্কার সিরিজেই। তবে ভারতের বিপক্ষে সেই সিরিজে আউট হওয়ায় আর দশ হাজার রানের মাইলফলক ছুঁয়ে দেখা হয়নি তাঁর। গতকাল ১ রান নিয়েই ক্রিকেটের ইতিহাসের ১৫ তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক গড়েন স্মিথ।


বিজ্ঞাপন


স্মিথের আগে টেস্ট ক্রিকেটে দশ হাজারের বেশি রান করেছেন আরও ১৪ জন ক্রিকেটার। এর মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ৪ জন ক্রিকেটার এ মাইলফলক অএরিয়েছেন। স্মিথ সহ ৪ জন অজি ব্যাটার ১০ হাজারের বেশি টেস্ট রান করেছেন। এ তালিকায় প্রথমেই আছেন রিকি পন্টিং, তিনি করেছেন ১৩৩৭৮ রান। এছাড়া অ্যালান বোর্ডার ১১ হাজার ১৭৪, স্টিভ ওয়াহ ১০ হাজার ৯২৭ এবং স্টিভ স্মিথ করেছেন ১০ হাজার ১০৩ রান। এই চারজনের মধ্যে স্মিথই এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।

Sachin_Tendulkar_Test_cricket

অস্ট্রেলিয়ার পর ভারতের সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার লাল বলের ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন। এ তালিকায় সবার উপরেই আছেন শচীন টেন্ডুলকার। তিনি করেছেন ১৫ হাজার ৯২১ রান। এছাড়া রাহুল দ্রাবিড় ১৩ হাজার ২৮৮ এবং সুনীল গাভাস্কার করেছেন ১০ হাজার ১২২ রান।

Lara

ইংল্যান্ডের দুইজন ব্যাটার এ মাইলফলক পেরোতে পেরেছেন। এ দুজনের একজন অবসর নিয়েছেন, তিনি হলেন অ্যালিস্টার কুক, তিনি করেছেন ১২ হাজার ৪৭২ রান। আর একজন এখনো খেলা চালিয়ে যাচ্ছেন, তিনি জো রুট, করেছেন ১২ হাজার ৯৭২ রান। শ্রীলঙ্কার ২ জন ক্রিকেটারেরও আছে টেস্ট ক্রিকেটে ১০ হাজারের বেশি রান।

136248

লঙ্কান এই দুই ব্যাটারই ইতোমধ্যে খেলা ছেড়েছেন, একজন কুমার সাঙ্গাকারা, তিনি করেছেন ১২ হাজার ৪০০ রান, আরেকজন মাহেলা জয়াবর্ধনে, তিনি করেছেন ১১ হাজার ৮১৪ রান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের দুইজন ক্রিকেটারও দশ হাজারের বেশি রান করেছেন। একজন হলেন কিংবদন্তি ব্রায়ান লারা, তিনি করেছেন ১১ হাজার ৯৫৩ রান। আরেক জন শিবনারায়ণ চন্দরপল, তিনি করেছেন ১১ হাজার ৮৬৭ রান।

243239

এছাড়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের একজন করে ব্যাটার টেস্ট ক্রিকেটে দশ হাজারের বেশি রান করেছেন, একজন হলেন জ্যাক ক্যালিস, তিনি করেছেন ১৩ হাজার ২৮৯ রান, আরেকজন পাকিস্তানের ইউনিস খান, লাল বলের ক্রিকেটে তাঁর রান ১০ হাজার ৯৯।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর