ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ব্যাটে-বলে বিবর্ণ দিনে ১০৬ রানের বড় হারে এক ম্যাচ হাতে রেখে সিরিজই হাতছাড়া করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
সেন্ট কিটসে টস জিতে উইন্ডিজকে ব্যাটে পাঠান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে হেইলি ম্যাথিউসের দল। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
বিজ্ঞাপন
শুরুতে ব্যাটে নেমে কিয়ানা জোসেফ ৩৬ বলে ৬৩ ও ডিয়েন্দ্রা ডটিনের ২০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক ম্যাথিউসের ব্যাটে আসে ২৭ রান এবং শেষদিকে শাবিকা গজনবীর ১২ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে ভর করে দুইশ পেরোনো পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে শুরু থেকেই উইকেট হারতে থাকে বাংলাদেশ। আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২২ রান শারমিন আক্তারের ব্যাটে আসে। স্বর্ণা আক্তার ১৬, লতা মন্ডল ১৩ ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে আসে ১০ রান। বাকিদের কেউই স্পর্শ করতে পারেনি দুঅঙ্কের ঘর। শেষপর্যন্ত একশর কাছে থামে বাংলাদেশ। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন চেরি-অ্যান ফ্রেজার, আফি ফ্লেচার ও ম্যাথিউস।

